সিলেটের গোলাপগঞ্জে আট দফা দাবিতে আন্দোলনরত জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সঙ্গে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম। বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ মডেল থানার ওসি মাছুদুল আমিন।
সভায় জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক রুহিন আহমদ খান তাদের আট দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
রুহিন আহমদ খানের আট দফা দাবির ওপর রাখা বক্তব্যের জবাব দেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের এমডি মিজানুর রহমান। তিনি বলেন, 'আগামী দুই সপ্তাহের মধ্যে অবৈধভাবে যারা চাকরিতে নিয়োগ পেয়েছেন, তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গোলাপগঞ্জের বেকার যুবকদের যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হবে।' অনুদানের জন্য সঠিকভাবে আবেদন করলে সেটি বিবেচনায় রাখা হবে বলে জানান তিনি।