দুই জেলায় মাদককারবারিসহ গ্রেপ্তার ৯
ভিন্ন অপরাধে দুই জেলায় আরও আটক ৩
প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নীলফামারীর ডিমলা এবং সিরাজগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও জুয়াখেলার অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও বাগেরহাটের মোরেলগঞ্জ, কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি কাজে বাধা দেওয়ায় ও জালটাকাসহ তিনজনকে আটক করেছের্ যাব। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, মাদক ও জুয়ামুক্ত ডিমলা গড়তে ডিমলা থানার ওসি দেবাশিষ রায়ের বিশেষ ভূমিকায় উপজেলা বিভিন্ন এলাকা হতে প্রতিদিন পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও জুয়াড়ুদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশের বিশেষ এই ভূমিকায় এলাকার সর্বস্তরের সচেতন মহল ডিমলা থানার ওসিকে বাহবা জানিয়েছেন। নীলফামারীর ডিমলায় শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সামন থেকে উপজেলা সদরের শিবমন্দির পাড়া এলাকার সুশীল চন্দ্র দাসের ছেলে টুটুল চন্দ্র দাসকে (৪২) ১০ পুড়িয়া হিরোইনসহ গ্রেপ্তার করে ডিমলা থানার সাব ইন্সপেক্টর উৎপল কুমার রায়। অপরদিকে জুয়াখেলার অপরাধে বোচাগাড়ী বাবুরহাট গ্রামের মৃত জগলাল রবিদাসের ছেলে সনাতন (৩১), দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত ওয়ারেস আলীর ছেলে লাভলু মিয়া (২৫), রামডাঙ্গা গ্রামের বেনী মাধব দাসের ছেলে বাবু দাস (৩৩), ভেদু দাসের ছেলে কালীপদ দাস (৩২), মৃত গোলাম মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (৪৮), সরদারহাট আদর্শপাড়া গ্রামের মহাদেব দাসের ছেলে রতন দাসকে (৪০) জুয়াখেলার অপরাধে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ। এ ব্যাপারে ডিমলা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায় সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ামুক্ত ডিমলা গড়তে থানা পুলিশের বিশেষ ভূমিকায় জুয়া, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রতিদিন থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সদর উপজেলার সায়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার সকালে সায়দাবাদ গ্রামের নুর মোহাম্মদের দোকানের সামনে থেকে খোরশেদ আলম (৩৯) ও জাহিদুল ইসলাম (২৭) নামে দুই মাদক কারবারিকে ১০ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চাকেরকুটি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে খোরশেদ আলম ও একই থানার চতলারপাড় গ্রামের নেকবর আলীর ছেলে জাহিদুল ইসলাম।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশের অভিযানে মনির তালুকদার (৩৮) নামের একজন কথিত সংবাদকর্মী তিন হাজার ৪০০ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার মনির তালুকদার মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী এলাকার সৈয়দ আলী তালুকদারের ছেলে। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রাম থেকে মনির তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, ভেড়ামারায় সরকারি কাজে বাধা দেওয়ায়র্ যাব-১২, এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন বকুল (৫২)। ভেড়ামারা থানা পুলিশ শনিবার গ্রেপ্তারকৃত দুইজনকে জেলহাজতে প্রেরণ করেছে।র্ যাব সূত্রে জানা যায়, গত ৯ মে সকাল ৯টার সময় ভেড়ামারা কাস্টমস এক্সাইজ ভ্যাট সার্কেল-২ এর কর্মকর্তাদের সরকারি রাজস্ব আহরণের কাজে বাধা প্রদান করাসহ সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন অবস্থায় প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এ ছাড়াও নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও সরবরাহ করে সরকারের রাজস্ব ঝুঁকি ও রাজস্ব ফাঁকির অপচেষ্টা করার অভিযোগে গত ১১ জুন ১৮৬০ সালের স্পেশাল পাওয়ার আইনের ২৫(বি)/২৫(ডি) ধারায় ১৪৩/১৮৬/১৮৯ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর-৯। মামলার আসামিরা হলো- আলমগীর হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন বকুল (৫২) সহ ১০ জনের নামে এজাহার করা হয়।
র্
যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেনের (বিপিএম, পিপিএম) দিকনির্দেশনায় কুষ্টিয়া পৌরসভার মজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের সামাদ'র পুত্র আলমগীর হোসেন (৩৫) ও মৃত ইয়াসীন আলী প্রামাণিকের পুত্র আনোয়ার হোসেন বকুল (৫২)।