দুর্গাপুরে দুর্নীতিবিরোধী বিক্ষোভ সমাবেশ

আনোয়ারায় মাদ্রাসায় আগুন দেওয়ায় জড়িতদের শাস্তির দাবি

প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নেত্রকোনার দুর্গাপুরে কমিউনিস্ট পার্টি আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধন -যাযাদি
নেত্রকোনার দুর্গাপুরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে চট্টগ্রামের আনোয়ারায় একটি কমপেস্নক্সে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে 'দুর্নীতি হটাও, দেশ বাঁচাও' দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার পৌর শহরের প্রেস ক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে উপজেলা সিপিবির যুগ্ম সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবির সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং প্রমুখ। বক্তারা বলেন, 'দেশ এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। সাবেক সরকারি কর্মকর্তা বেনজীর, আজিজ ও ছাগল কান্ডের মতিউরদের অঢেল অবৈধ সম্পদই তার প্রমাণ মিলে। দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে দেশে আজ ভয়াবহ নৈরাজ্যে পরিণত হয়েছে। প্রতি বছর ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। লুটের টাকার বেশিরভাগই বিদেশে পাচার হচ্ছে। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে দেশ আরও ভয়াবহ সংকটে পড়বে।' আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় উত্তর সরেঙ্গা জামেয়া তৈয়্যবিয়া দারুস সালাম সুন্নিয়া কমপেস্নক্সে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার পশ্চিম রায়পুর গহিরা ঠাকুর তালুকদারের বাড়ির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। লায়ন ফয়সাল মিয়ার সভাপতিত্বে এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুল আবছার, মো. ইউনুছ, আব্দুল হামিদ, মাহমুদুল হক মেম্বার ও আহমদ নবী প্রমুখ। বক্তারা বলেন, 'প্রতিহিংসার বশবর্তী হয়ে বাড়িঘর ঘেরাও ও হামলা করে কমপেস্নক্সে আগুন ধরিয়ে দেওয়ার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'