সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০

প্রতিনিধি
গাছের চারা বিতরণ ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতে ৯টি শাখায় ২১ হাজার ৩৫৫ জন সক্রিয় সদস্যদের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ২৬০টি বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাঙ্গামাটিয়া ফটিকছড়ি শাখায় সক্রিয় সদস্যদের প্রতি জনকে ৬টি করে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ছিলেন এরিয়া ম্যানেজার দেওয়ান জিলস্নুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. রুবেল সরকার, সেকেন্ড ম্যানেজার চন্দর বড়ুয়া, অফিসার শফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শাহ পরান, শাহাদাত হোসেন প্রমুখ। কমিটির নির্বাচন ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখার নাঘোসা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান সমর্থিত প্যানেলের শহিদুল ইসলাম, মো. লাইচুর রহমান, মসলেম উদ্দিন, নূর ইসলাম ও সেলিনা খাতুন অভিভাবক সদস্য নির্বাচিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপস্নব কুমার রায়। সৌজন্য সাক্ষাৎ ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম। তিনি বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন। সাক্ষাতে জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের সঙ্গে একটি সুন্দর শিবপুর উপজেলা গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম। এসময় জেলা প্রশাসক শিবপুর উপজেলার উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। ফেরদৌসী ইসলাম বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। উন্নয়ন কাজের উদ্বোধন ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পানাতেপাড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় ছিলেন পৌর সভার মহিলা কাউন্সিলর সুইটি বেগম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্যা আল মামুন, সুকুমার, গুলবাহার, ঠিকাদার আরাফাত রাব্বিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা। চেক বিতরণ ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত ৩৩টি বেসরকারি এতিমখানায় ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় কিস্তির (৬ মাসের) অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল মোমেনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন। মনোনয়নপত্র যাচাই ম রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে দুইজন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। শুক্রবার রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী হলেন দুইজন এক নামে তারা ফাতেমা বেগম। আগামী ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আগামী ২৭ জুলাই শনিবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্মাণকাজের উদ্বোধন ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি উত্তর চট্টলার সর্ববৃহৎ বাজার ফটিকছড়িতে নতুন আঙ্গিকে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক সংলগ্ন বিবিরহাট বাজারের মনিরা ক্লাবের পাশে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ শপিংমলটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। দিগন্ত ডিলিং লিমিটেডের চেয়ারম্যান কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন মুহুরী। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. দিদার, ব্যবসায়ী কাজী ইকবাল। কারাগার পরিদর্শন ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ বেসরকারি কারা পরিদর্শকদের সঙ্গে নিয়ে জেলা কারাগার পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার জেলা কারাগার পরিদর্শনকালে কারাগারের বিভিন্ন সেল ঘুরে দেখেন ও কারাবন্দিদের সার্বিক খোঁজখবর নেন ও কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় জেলা কারাগারের সুপার, জেলারসহ সব বেসরকারি কারা পরিদর্শক উপস্থিত ছিলেন। পাঠাগার উদ্বোধন ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে প্রখ্যাত ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইতনা গ্রামে নীহার রঞ্জন গুপ্তের পৈতৃক ভিটায় স্থাপিত নীহার রঞ্জন গুপ্ত যাদুঘড়ে সমাজসেবক শমসের ইসলাম সামুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডা. নীহার রঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সমন্বয়ক ও নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এস এম আকরাম শাহিদ চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আলী আজগর রাজা, সাংবাদিক রূপক মুখার্জি। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শেখ মনিরুজ্জামান শ্রেষ্ঠত্বের সম্মাননা পেয়েছেন। বৃহস্পতিবার কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধানের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাবু। এ সময় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসিবুর রহমান। সংবর্ধনা প্রদান ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি 'বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪'-এর ভাষা ও সাহিত্য বিষয়ে দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আতিফা রহমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ও এবি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবি ক্যাম্পাসে এই সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন। এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সালাহউদ্দিন আহমেদ। পথসভা অনুষ্ঠিত ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 'মেয়র হটাও, পৌরসভা বাঁচাও'- সেস্নাগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে নৈতিক স্খলন, অযোগ্য ও দুর্নীতিবাজ পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানকে অপসারণ ও পৌর প্রশাসক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সৈয়দপুর নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণসহ এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া ঈদগা মাঠের সামনে জাসদ নেতা মবিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সৈয়দপুর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক দেলওয়ার হোসেন জাভিস্কো, নাগরিক অধিকার পরিষদের সদস্য-সচিব শহীদ পরিবারের সদস্য মুজিবুল হক। সম্মাননা প্রদান ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে জন্ম ও মৃতু্য নিবন্ধনে কার্যকরী অবদানের জন্য মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, সচিব মিজানুর রহমান ও গ্রাম পুলিশ দিপ্তী রানীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে তাদের সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক খান। এ সময় ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, থানার ওসি সৈকত হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। মতবিনিময় সভা ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মৌলভীবাজার জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের একটি হোটেলে জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম রুম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার মজুমদার, তথ্য ও প্রযুক্তি সচিব আবেদ আলী, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফি, আহ্বায়ক কমিটির সদস্য কৃষক আব্দুল মজিদ।