জমি নিয়ে বিরোধে বসতঘরেই দাফন!

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জের ধরে জোবেদা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নারীকে তার বসতঘরের বারান্দায় দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দৌলতখানের পশ্চিম জয়নাগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, দের বছর আগে জোবেদা খাতুনের স্বামী আব্দুর রশিদ মৃতু্যবরণ করেন। তখন তাকে দাফন করা হয়েছিল তার ভাতিজা রফিকের জমিতে। পারিবারিক কলহের জের ধরে ওই কবরের ওপরে রফিকের স্ত্রী তাসনুর বেগম ঝাড়ু দিয়ে কবরকে অসম্মান করায় জোবেদা খাতুন তার ছেলে মেয়েকে মৃতু্যর আগে বলেছেন, তাকে যেন মৃতু্যর পর অন্য কারও জায়গায় দাফন না করা হয়। প্রয়োজনে তার ঘরের মধ্যে দাফন করতে বলেছেন। মৃত জোবেদা খাতুনের বড় ছেলে রফিজল জানান, তাদের বাড়িতে সাড়ে পাঁচ শতক জমি রয়েছে, ঘরের ভিটায় আড়াই শতক বাকি তিন শতক জমি তার চাচাতো ভাই রফিক দখল করে বিল্ডিং নির্মাণ করছে। ঘরের ভেতর তার মাকে দাফন না করলে হয়তো এক সময় তার চাচাতো ভাই রফিক বাকি জমি জবর দখল করে নিয়ে যাবে। তিনি বলেন, এক দিকে মায়ের কবর হলো অন্যদিকে তাদের ঘরভিটা তাদের নিয়ন্ত্রণে রইল। রফিকের বিল্ডিংয়ের দরজার সামনেই জোবেদা খাতুনকে কবর দেওয়া হলো। এলাকাবাসী জোবেদা খাতুনের কবর ইট দিয়ে পাকা করে দিচ্ছে। যাতে করে রফিক ভবিষ্যতে জোবেদা খাতুনের কবরসহ ঘর ভিটা দখল করতে না পারে। রফিকের বাবার সঙ্গে কথা বললে তিনি জানান, 'এ বাড়িতে সব জমি আমার। এ বাড়িতে অন্য কারো জমি নেই।' এ ব্যাপারে পশ্চিম জয়নাগর ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হোসেন বাচ্চু জানান, 'উভয়ের মধ্যে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। আমি মৃত জোবেদা খাতুনের বড় ছেলে রফিজলকে মসজিদের পাশে কবরস্থানে লাশ দাফন করতে বলেছিলাম কিন্তু তারা আমার কথা শুনেনি।'