আনোয়ারায় ইউপি উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই
প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বটতলী ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জনের মনোনয়নপত্র বৈধ ও ১ জনের বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আবু জাফর ছালেহ যাচাইবাছাই করে এই ঘোষণা দেয়। গত ২৭ জুন নির্বাচন কমিশন কর্তৃক আনোয়ারা বটতলী ইউপি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছে। শুক্রবার আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর ছালেহ মনোনয়নপত্র যাচাইবাছাই করে চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী ফরিদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল, নুরুল আবছারের মনোনয়নপত্র বৈধ ও মেহবুব উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছে।
গত ২৯ মে উপজেলা নির্বাচনে আনোয়ারা বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী পদত্যাগ করলে পদ শূন্য হয়। আগামী ২৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।