নওগাঁয় আবৃত্তি পরিষদের তিন যুগ পূর্তি উদযাপন
প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০
নওগাঁ প্রতিনিধি
'তিন যুগ পূর্তি উৎসবে, কণ্ঠ মিলাই আবৃত্তির টানে' প্রতিপাদ্যে নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে আবৃত্তি পরিষদের তিন যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে যুগপূর্তি উৎসবের কর্মসূচি শুরু করা হয়।
পরে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন দেশ বরেণ্য আবৃত্তি ও নাট্য নির্দেশক মীর বরকত, জেলা শিল্পকলা কর্মকর্তা তাইফুর রহমান, বিশিষ্ট আবৃত্তিকার আসিফুর রহমান সাগর, আবৃত্তি পরিষদের সভাপতি ডা. ময়নুল হক দুলদুল, সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী ও প্রতিষ্ঠাতা আহ্বায়ক কায়েস উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদু্যৎ।
পরে পর্যায়ক্রমে একক আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকাররা।
এর আগে আনুষ্ঠানিকভাবে ফরিদুল করিম তরফদারের সম্পাদনায় আবৃত্তি পরিষদের ৩৬ বছর পূর্তির স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে তাজমহলের টেন্ডার নামে এক মঞ্চ নাটক উপস্থাপন করা হয়।