সঠিক নেতৃত্ব মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে :শেখ হেলাল

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, 'অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কে ভোট দিছে আর কে দেয় নাই এটা মনে রাখা যাবে না। উপজেলার সব মানুষকে আপন করে ভাবতে হবে, কোনো বিরোধ করা যাবে না। সবাই ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করতে হবে।' বৃহস্পতিবার বাগেরহাটের মোলস্নাহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে শেখ হেলাল উদ্দীন এমপিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন তৃতীয় বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম মিল্টন ও মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, আওয়ামী লীগ নেতা এমডি আল আমিন, সিকদার ওয়ালিদ হোসেন, ফিরোজুল ইসলাম, অধ্যক্ষ এল জাকির হোসেন, শহিদ মেহফুজ রচা, ইউপি চেয়ারম্যান এসএম সাইকুল আলম, শেখ রেজাউল কবির প্রমুখ।