মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে হত্যা দুই জেলায় নৌকাডুবিতে শিশুসহ নিহত ৩ রাজাপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শ্যামনগরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, ঢাকার কেরানীগঞ্জে এনে বন্ধুকে শ্বাসরোধ করে হত্যা, সুনামগঞ্জের দোয়ারাবাজার ও নরসিংদীর মাধবদীতে নৌকাডুবিতে শিশুসহ ৩ জনের মৃতু্য, নিখোঁজ ২ জন, ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মো. আবুল কাশেম কাগুচি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্নদ্বীপ ইউনিয়ন গাবুরায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আবুল কাশেম গাবুরা গ্রামের মৃত নেছার কাগুচির ছেলে। তিনি গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি পদে ছিলেন। পূর্ববিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চিংড়ী ঘেরকে নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষরা আবুল কাশেমকে হত্যা করেছে বলে নিহতের স্বজনদের অভিযোগ। শুক্রবার ভোরে লাশ থানায় আনা হয়েছে এবং মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে ট্রাংকের ভেতরে তোশক মোড়ানো অজ্ঞাতনামা ব্যক্তির লাশ, চাঞ্চল্যকর এবং ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আল আমিন (২৫)কে গ্রেফতার করেছের্ যাব-১০। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন পুলপাড় বটতলা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেনর্ যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল। গ্রেপ্তার আল আমিন পটুয়াখালী জেলার বাউফল থানার কর্পুরকাঠি গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম দীপঙ্কর হাওলাদার ওরফে সুমন (৩৪), আরিফ, বাবু এবং আল আমিন তারা সবাই পেশায় ট্রাক ড্রাইভার। এ পেশার আড়ালে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা প্রায় ৭-৮ বছর যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় চোরাচালানের মাধ্যমে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ পটুয়াখালী, ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। যোগাযোগ করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুন-অর রশীদ বলেন, দীপঙ্কর হাওলাদার ওরফে সুমন হত্যা মামলার অন্যতম আসামি আল আমিনকের্ যাব হস্তান্তর করার পর শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবে মা-মেয়েসহ তিনজন নিখোঁজের ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর জোৎস্না বেগম নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনারপার গ্রামের উদনার চর এলাকায় জোৎস্না বেগমের লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি দোয়ারাবাজার থানার ওসিকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। জোৎস্না বেগম দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আইনউদ্দিনের স্ত্রী। এদিকে নিখোঁজ বাকি দু'জন নিহতের মেয়ে হাবিবা আক্তার (ময়না) ও গোলজান বেগমের সন্ধান এখনো পাওয়া যায়নি। একজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান। মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে নৌকা ডুবিতে ছোট্ট শিশু আব্দুলস্নাহ (১২)-র লাশ পাওয়া গেলেও এখনো নিখোঁজ রয়েছে বোন জান্নাতুল (১৪)। বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার মেঘনাবাজার নৌকা ঘাট থেকে সন্ধ্যা ৭টায় এমতাজসহ ৬ জন আত্মীয়ের বাড়ি টিডিরচর যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল। মেঘনাবাজার নৌকা ঘাট থেকে কিছুদূর যেতেই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় একই পরিবারের ৬ জন নদীতে ডুবে যায়। পরে এমতাজ, দিলারা বেগম, আব্দুল মতিন ও রুহুল উদ্ধার হলেও ২ শিশু আব্দুলস্নাহ ও জান্নাতুলকে উদ্ধার করা যায়নি। পরে শুক্রবার সকালে চরভাসানিয়া এলাকায় আব্দুলস্নাহের লাশ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে। কিন্তু এখনো পর্যন্ত জান্নাতুল নিখোঁজ রয়েছে। রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সাতুরিয়া এলাকায় থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়. স্থানীয়দের কাছ থেকে সকালে মোবাইল ফোনে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপুর বাড়িতে ঢোকার রাস্তার পাশে একটি সুপাড়ি বাগানের মধ্যে লাশটি পড়ে ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট অনেক ক্ষতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানায়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানতে সব থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে।