হবিগঞ্জের বাহুবলে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন করেছে আদিবাসী সংগঠনের সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মিরপুর বাজারে স্থানীয় এসএস ফুটবল একাডেমির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, 'অন্যায়ের প্রতিবাদকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তাহলে বড় আন্দোলন গড়ে তোলা হবে। একজন ব্যারিস্টার সুমনকে হত্যা করে এ দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে রোধ করা যাবে না।'
মানবন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউর রহমান চৌধুরী শাহেদ, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুলস্নাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান, জেলা শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, গীতিকার এম আর মামুন, মোহাম্মদ আলী, এসএস ফুটবল একাডেমির মো. লিটন মিয়া প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরামপুরে আদিবাসী সম্প্রদায়ের প্রতিষ্ঠিত হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিভিন্ন সম্পদ, অফিসের বিল্ডিং, জমি বেআইনিভাবে বিক্রি ও বিক্রীত দলিল বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সংস্থার সদস্যরা। এ সময় সদস্যরা জমি বিক্রয়কারী ও সহযোগীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শুক্রবার উপজেলার বেলডাঙ্গা হিউম্যান রিসোর্সস ডেভেলপমেন্ট অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সাবেক নেতা বিশ্বনাথ তিগ্যা জানান, উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক একটি সংগঠন, যা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর লোকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছিল।
সংগঠনের সাবেক নির্বাহী কমিটির সদস্য বাবলু তিগ্যা বলেন, 'সাবেক সংগঠক মি. লরেন্স বেগ ও তার সহযোগীরা সংগঠনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সংগঠনের অফিস, বিল্ডিং, জমি ও অর্থ আত্ম্নসাৎ করেছেন।'
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ সদস্য ছিতারাম পাহান, সুনীল পাহান, কুমারী বাসন্তি রানী প্রমুখ।