ডাকাত সদস্যসহ তিন জেলায় গ্রেপ্তার ৪
মেহেরপুরে ফেনসিডিলসহ নানী-নাতি আটক
প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
মেহেরপুরে ফেনসিডিলসহ নানী-নাতিকে আটক করেছের্ যাব। এ ছাড়াও নেত্রকোনার মদনে দুই ডাকাতসহ তিন জেলায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের চকশ্যামনগর থেকে ১৩২ বোতল ফেনসিডিলসহ দু'জনকে আটকর্ যাব। শুক্রবার ভোরে গাংনীর্ যাব ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলো- সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) ও মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া (১৯)। সম্পর্কে এরা দু'জন নানী-নাতি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্
যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতের্ যাবের একটি টিম অভিযান চালিয়ে ১৩২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। তারা দির্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করছিল।
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনার মদনে দসু্যতার ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং লুট করা বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. আশরাফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়। আশরাফুল ইসলাম মদন উপজেলার পশ্চিম বাড়ীভাদেরা গ্রামের মো. শামছুদ্দীনের ছেলে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে গত মঙ্গলবার একই গ্রামের আসামি রামীম ওরফে অন্তরকে (১৯) গ্রেপ্তার করা হয়। আসামি অন্তরের দেওয়া তথ্যে আশরাফুল ইসলামের বসতঘর হতে লুন্ঠিত মালামালসহ একটি স্টিলের হাতলযুক্ত ২০ ইঞ্চি লম্বা ধরালো চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা দসু্যতার ঘটনা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা তদন্তাধীন রয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষিতাকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে ধর্ষক জহিরের বাবা রেজাউলকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ছলিমউদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর জহিরুলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা হয়। জহির রায়হান বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মেয়েকে বলপূর্বক ধর্ষণ করে। এ মামলায় ধর্ষক জহিরুল গ্রেপ্তার হয়ে চলতি বছরের ২৪ মে জামিনে বাড়িতে আসে। বাড়িতে এসে ধর্ষক ও তার পিতা রেজাউলসহ তাদের পরিবারের লোকজন ধর্ষিতাকে মানিকপুর বাজারে আটকে মারধর করে এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এতে লজ্জায় ধর্ষিতা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় নিহতরে চাচা বাদী হয়ে জহিরুল, তার পিতা রেজাউল ও তাদের পরিবারের লোকজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান, গ্রেফতার রেজাউলকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাটে এক কেজি গাঁজাসহ ইয়াছিন মোলস্না (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার গাড়ফা সাকিনস্থ মধুমতি পাওয়ার পস্নান্টের উত্তর পাশে কাচা রাস্তার উপর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
মাদককারবারি ইয়াছিন মোলস্না গোপালগঞ্জ সদর উপজেলার নকড়ির চর গ্রামের আরজ মোলস্নার ছেলে।
গ্রেপ্তার মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুসহ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযান চলছে এবং চলবে।