বান্দরবানে বেনজীরের সম্পত্তি নিয়ন্ত্রণে নিল জেলা প্রশাসন
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি অবশেষে নিয়ন্ত্রণে নিয়েছে জেলা প্রশাসন। যেখানে রয়েছে বেনজীরের বাগান বাড়ি, গরু ও মৎস্য খামার।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় যান। পরে সম্পত্তি তত্ত্বাবধানে নিয়ে সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হয় এবং একইসঙ্গে বাগান বাড়িতেও তালা লাগিয়ে দেন।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, 'আদালতের নির্দেশনার পর বেনজীর আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে।'
এর আগে অভিযোগ ওঠে, গত ৫ জুন রাতে দুর্নীতি দমন কমিশন দুদক যখন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তির খোঁজে বান্দরবানে অবস্থান করছে, তখনই তার খামারবাড়ি থেকে রাতের আঁধারে সরিয়ে নেওয়া হয় প্রায় ৩৬টি গরু। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এসব গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠে বেনজীর আহমেদের জায়গার দেখাশোনার দায়িত্বে থাকা বান্দরবানের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াই চিং-এর বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, দুদকের কাছে তথ্য গোপন করতে খামার থেকে গরুগুলো নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। যদিও গরুর খামারের মালিক নিজেই বলে দাবি করেছিলেন মং ওয়াই চিং।
এর আগে বেনজীরের লিজ নেওয়া জায়গা থেকে নিয়মবহির্ভূতভাবে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বনবিভাগের কর্মকর্তাদের যোগসাজশে জোট পারমিটের আড়ালে ১৪ হাজার ঘনফুট সেগুন গাছ কেটে পাচারের অভিযোগ ওঠে বেনজীর ও তার সহযোগীর বিরুদ্ধে। যার বাজার মূল্য ছিল কোটি টাকার উপরে।
তথ্য বলছে, বেনজীর আহমেদর্ যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় ২৫ একর লিজের জায়গাসহ প্রায় ৭০ একর জায়গা দখলে নেন। যেখানে রাবার হর্টিকালচারের জন্য লিজ ও মানুষের ক্রয়কৃত জায়গাও রয়েছে।
উলেস্নখ্য, সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদ ও পরিবারের সদস্যদের নামে-বেনামে ভূমি বেদখল, অবৈধ সম্পদ গড়ে তুলেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামেন বান্দরবানের গণমাধ্যমকর্মীরা। অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের নামে বান্দরবানের সুয়ালকে ২৫ একর জায়গা থাকার বিষয়টি। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন বান্দরবানে বেনজীরের সম্পত্তির নথি খুঁজে পায়।