শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়
এফডিটি ডিপার্টমেন্টের ব্যাচ সমাপনী গ্র্যাজুয়েশন শো ও এক্সিবিশন অনুষ্ঠিত
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
'শৈল্পিক আঁচড়ে-যতনে গড়েছি যাদের, তাদের যেতে দিতে নাই, তবু যেতে দিতে হয়! কারণ, দুনিয়া জয় করার স্বপ্নেই অত্যন্ত নিখাঁদভাবে ওদের গড়েছি আপন স্বকীয়তায়'। তাই নিজেদের বিশ্বায়ন উপযোগী গ্র্যাজুয়েটদের ফ্যাকাল্টি হিসেবে রেখে দিয়েই আরও সমৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়। ৩ জুলাই শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ৩৮তম ব্যাচ সমাপনী গ্র্যাজুয়েশন শো ও এক্সিবিশনের জমকালো অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এসব কথা বলেন।
এফডিটি'র ডিন ও অ্যাসোসিয়েট প্রফেসর নাজমুল কাদির কায়কোবাদ রানার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সদ্য ব্যাচ সমাপনকৃত শিক্ষার্থীরা পরিবর্তনশীল বাজারের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক নতুন ট্রেন্ড, দেশীয় সংস্কৃতি তথা ঐতিহ্যকে ধারণকৃত হাল ফ্যাশন, পোশাকে রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ, বিশেষ করে পোশাকটি কতটা মৌসুম তথা আবহাওয়াবান্ধব-আরামদায়ক, সর্বোপরি ফ্রেন্ডলি- এসব মাথায় রেখে দেহের গঠন ও রঙের সুসমন্বয়ে বাছাইকৃত বাহারি পোশাকে এক অভিনব ফ্যাশন শো-এর আয়োজন করেন।
বহু মাত্রিক লাইটিং ও ভাইব্রেট মিউজিক্যালর্ যাম্পে সুরের মূর্ছনায় হাল ফ্যাশনের বিভিন্ন ডিজাইনে চোখ ধাঁধানো বাহারি পোশাকে মডেলদের আকর্ষণীয় ক্যাট ওয়াক তথা নান্দনিক উপস্থাপনা এক নিঃশ্বাসে উপভোগ করেন উপস্থিত বিচারকমন্ডলী ও দর্শকরা।
অনুষ্ঠানে অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক শামসুন নাহার, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান ও গ্যালারি চিত্রকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান এবং এফডিটিসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি