সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আলোচনা সভা
ম রাজশাহী অফিস
সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোতাছিম বিলস্নাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার উপাচার্যের কনফারেন্স রুমে এই মতবিনিময়কালে প্রতিনিধি দলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিকল্পনা ও তা বাস্তবায়নের কর্মকৌশল সম্পর্কে অবহিত করেন। মতবিনিময়কালে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।
আইজিও প্রশিক্ষণ
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
দেশ-বিদেশে কর্মসংস্থানের তৈরিতে পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ পরিচালিত সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) প্রকল্পের অর্থায়নে মৌলভীবাজারে দুই মাসব্যাপী আইজিও প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃস্পতিবার প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে 'ড্রাইভিং উইথ অটোমেকানিক্স' প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আকতার হুসেন। প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক ইউসুফ আলী আমির হোসেন, মো. ফরিদ উদ্দিন প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২শ' শিক্ষার্থী অংশ নেন।
ত্রি-বার্ষিক কাউন্সিল
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় রোভার স্কাউটের জেলা সম্পাদক হলেন আব্দুল কাদের। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রোভারের ৯ম ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা সম্পাদক নির্বাচিত হন। পদাধিকার বলে জেলা প্রশাসক জহিরুল ইসলাম সভাপতি এবং জেলা কমিশনার নির্বাচিত হয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব দেলওয়ার হোসেন প্রধান। এছাড়া সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মকবুল হোসেন যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আমলাহার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব বিপস্নব।
অভিষেক অনুষ্ঠান
ম বামনা (বরগুনা) প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার বামনা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান জাকারিয়া হোসেন মহারাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু। উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ প্রমুখ।
া
খাবার বিতরণ
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট জোনের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার বাঘাইহাট বাজার এলাকার কয়েকটি গ্রামে পানি বন্দি হতদরিদ্র দুস্থ তিন শতাধিক পরিবারের মাঝে এসব বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. খাইরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা নয়ন, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, সংরক্ষিত মহিলা মেম্বার সুমিতা রানী চাকমা প্রমুখ।
দপ্তর পরিদর্শন
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। বৃহস্পতিবার উপজেলার বুলাকীপুর ইউনিয়ন ভূমি অফিস, ঘোড়াঘাট থানা, উপজেলা ভূমি অফিস, হরিপাড়া আশ্রয়ণ কেন্দ্র ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার সাহেল আহমেদ, নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে শিক্ষক সমির বরন পাইকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা হাসিবুর ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সম্পাদক সূর্য্য চক্রবর্তী, যুগ্ম সম্পাদক সিকদার সাইদুল ইসলাম প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলায় বয়ঃসন্ধিকালীন নারীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ও ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পরশা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বৃহস্পতিবার সদর উপজেলা চরনোয়াবাদ চৌমহনী ওবায়দুল হক বাবুল মোলস্না বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। ৫নং বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপস্নব মোলস্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল প্রমুখ।
চেক বিতরণ
ম ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার ৩৫টি এতিমখানার নিবাসীদের ভোরণ পোষণের জন্য ক্যাপিটেশন গ্রান্ডের ৯৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ এবং এতিমখানার সভাপতি, সম্পাদকসহ তত্ত্বাবধায়করা। আলোচনা শেষে সদর উপজেলার ৩৫টি এতিমখানার ৭৯০ জন নিবাসীর জানুয়ারি হতে জুন পর্যন্ত ৬ মাসের মাথাপিছু ১২ হাজার টাকা করে মোট ৯৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্প
ম মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গ্রীষ্মকালীন প্রশিক্ষণে মেডিকেল ক্যাম্প স্থাপন করে অসহায় দুস্থদের মাঝে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাহাড়িয়া এলাকার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর গ্রামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, এডিএমএস কর্নেল ফজলে ই এলাহী প্রমুখ।
শিক্ষা বৃত্তি
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার এম রফিবুল হাসানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারি প্রমুখ।
তুলা বীজ বিতরণ
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলা বীজ, রাসায়নিক সার, বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক সুফি রফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুলস্নাহ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচরে 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'-এর আওতায় চলমান অতি বৃষ্টির ফলে পানি বন্দি গরিব এবং অসহায় পরিবারদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। উপজেলার দিশানপাড়া ও মধ্যআদম এলাকায় নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে এসব বিতরণ করা হয়। এ সময় পানি বন্দি পরিবারের মাঝে চাল, আটা, চিনি, ডাল, তেল এবং লবণ বিতরণ করা হয়। নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তামজিদুর রহমান চৌধুরীর নির্দেশনায় বাকছড়ি সেনাক্যাম্প কমান্ডার মেজর নেওয়াজ মুহাম্মাদ আদনান খান পরিবারসমূহের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
ত্রাণ বিতরণ
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নুনখাওয়া ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন চরাঞ্চলে এসব বিতরণ করা হয়। এছাড়াও রায়গঞ্জ, বামনডাঙ্গা, বলস্নভের খাস, কালিগঞ্জ, নারায়ণপুরসহ কয়েকটি ইউনিয়নের বন্যাকবলিত প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখখারুল ইসলাম, নুনখাওয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি, কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রমুখ।