শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ডাকাতিয়া নদীতে কচুরিপানা অপসারণ শুরু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
ডাকাতিয়া নদীতে কচুরিপানা অপসারণ শুরু

কচুরিপানা জটে দুর্দশায় পরিণত এককালের ডাকাতিয়া নদীর কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। চলতি সপ্তাহ থেকে প্রাথমিকভাবে ফরিদগঞ্জ পৌর এলাকার এক কিলোমিটার নদীর কচুরিপানা অপসারণ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, উপজেলা সদরস্থ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের অংশের ডাকাতিয়া নদী থেকে ভেকু মেশিন দিয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে।

জানা গেছে, চাঁদপুর সেচ প্রকল্প এলাকাভুক্ত ফরিদগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী দখল দূষণের পাশাপাশি কচুরিপানা জটে প্রায় বন্ধ হয়ে যায় মালবাহী নৌকা চলাচল। কচুরিপানা পচে নষ্ট হচ্ছে নদীর পানি। মরে যাচ্ছে নদীর মাছ। যায়যায়দিনসহ বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশের পর চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড নদীর কচুরিপানা অপসারণের উদ্যোগ গ্রহণ করে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, আপাতত ডাকাতিয়া নদীর পৌর শহরের এক কিলোমিটার অংশের কচুরিপানা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে