লোডশেডিংয়ে অতিষ্ঠ তালতলীবাসী

প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০

তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে চলছে পলস্নীবিদু্যতের ঘন ঘন লোডশেডিং। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। এতে প্রচন্ড গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সি লোকজন। কোনো নোটিশ ছাড়াই দিনে ৭-৮ ঘণ্টা ও রাতেও সমানতালে লোডশেডিং হচ্ছে। জানা যায়, প্রচন্ড গরমে উপজেলাজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসা-বাড়িতে থাকা বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। বিদু্যৎ বন্ধের জন্য অফিস থেকে সিডিউল দেওয়ার নিয়ম থাকলেও তারা মানছে না। দীর্ঘ সময় লোডশেডিং চলাকালীন তাদের অফিসে একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও সেখানের কেউ ফোন রিসিভ করে না। সন্ধ্যার পর বিদু্যৎ না থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। বিদু্যৎনির্ভর ব্যবসা বাণিজ্য, কলকারখানা, কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হুমকির মুখে পড়েছে তাদের জীবন-জীবিকা। এতে ক্ষোভ প্রকাশ করছেন বিদু্যৎ গ্রাহকরা। তালতলী সাব জোনাল অফিসের এজিএম সুমন সাহা বলেন, বিদু্যৎ উৎপাদনের সব কটি লাইন এখন চালু আছে। তাই তালতলীতে এই মুহূর্তে কোনো লোডশেডিং নেই। প্রায় প্রতিদিনই ৮-১০ ঘণ্টা বিদু্যৎ বন্ধ থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, বর্ষার মুহূর্তে বিভিন্ন স্থানে গাছ পরে লাইন বিচ্ছিন্ন হওয়ার খবরে বিদু্যৎ লাইন বন্ধ করতে হয়।