বিদায় ও বরণ
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন কর্তৃক সেমিনার কক্ষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, নবনির্বাচিত চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, বিদায়ী ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমকে উপজেলার ২৪টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ আল হিকমাহ্ বালিকা এতিমখানার পরিচালক মাওলানা আব্দুল হাকিম, ঢেউয়াগাড়ী রাহেলা খাতুন এতিমখানার পরিচালক মাওলানা আইনুল হক, রাণীগঞ্জ আজিজুল উলুম এতিমখানার পরিচালক মাওলানা আমিনুলস্নাহ, কলাবাড়ী এতিমখানার পরিচালক মাওলানা মামুনসহ উপজেলার বিভিন্ন এতিমখানার ৫০ জন মাওলানা ও হাফেজ।
বীজ ও সার বিতরণ
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন চাষিদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, কৃষি অফিসার ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ্ দৌলা রেজা।
চেয়ারম্যানকে বরণ
ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও স্কাউটসের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল আলম দিপুকে বরণ করল সেনবাগ উপজেলা স্কাউটস। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি জিসান বিন মাজেদের সভাপতিত্বে এ সময় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, উপজেলা স্কাউটস কমিশনার এ এন এম শহীদউল্যা, উপজেলা স্কাউটস সম্পাদক সফিকুজ্জামান সীমু, যুগ্ম সম্পাদক আবুল বাশার, অধ্যক্ষ আমিরুজ্জামান।
চারা বিতরণ
ম হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উফশী আমন বীজ, রাসায়নিক সার ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশিক আলী অমি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ। এ সময় ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. মাইনউদ্দিন, উপজেলা কৃষিসম্প্র্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল, হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ মজুমদার, হাতিয়া পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম খাঁন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আ. রাজ্জাক প্রমুখ।
বিদায় সংবর্ধনা
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারী ডিমলায় মঙ্গলবার রাতে ডিমলা প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলীর বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ডিমলা প্রেস ক্লাব। সংবর্ধনা অনুষ্ঠানে ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হেসেন, সহসভাপতি ময়েন কবীর, কার্যকরী সদস্য সরদার ফজলুল হক। এ সময় ডিমলা প্রেস ক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃষি কর্মকর্তাকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সার বিতরণ
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে ২৭৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনার রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, প্রেস ক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহসভাপতি আব্দুলস্নাহ ফারুকসহ অন্যারা।
অস্থায়ী পরিষদ গঠন
ম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা প্রেস ক্লাবের নির্বাচনকালীন অস্থায়ী পরিষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাব অস্থায়ী কার্যালয়ে এই পরিষদ গঠন করা হয়। এতে সবার মতামতের ভিত্তিতে অধ্যাপক আজিজুল ইসলামকে আহ্বায়ক, প্রধান শিক্ষক আমিনুর রহমান, রোকনুজ্জামান চৌধুরী, সাংবাদিক শাহিনুর হক বাবু ও মেহেদী হাসানকে সদস্য করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। প্রেস ক্লাবের গঠনতন্ত্র, সদস্যের তালিকাসহ অন্যান্য কাগজপত্র নতুন এই নির্বাচনকালীন অস্থায়ী পরিষদ কমিটির হাতে তুলে দেন সাবেক আহ্বায়কসহ অন্য সদস্যরা।
সার বিতরণ
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন। এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার পারভেজ মোশারফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সাবিনা বেগম।
ধান বীজ বিতরণ
ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ- ২/২০২৪-২৫ মৌসুম উপশি রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. তৌহিদ সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শিল্পী ও মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার।
শপথ গ্রহণ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে তারা নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন শপথ গ্রহণ করেন। রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন তাদের শপথ পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন- বিভাগ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই দিন দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় পার্বতীপুর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে তাদের নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন।
ফুটবল টুর্নামেন্ট
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় বঙ্গবন্ধু ফুটবল কাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূঞা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেন্দুয়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূইয়ার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত ও অফিসার ইনচার্জ এনামুল হক পিপিএম।
আলোচনা সভা
ম রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যে নানা আয়োজনে পালিত হচ্ছে ভূমিসেবা সপ্তাহ। এ উপলক্ষে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)'র কার্যালয়ের টিনসেড হলে ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা নির্বাহী কার্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্মকর্তা মো. মতিউর রহমান, সহকারী তহশীলদার ও ভূমিসেবা সপ্তাহের প্রবর্তক মো. শহিদুল ইসলাম ও প্রেস ক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা।
বিদায় সংবর্ধনা
ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল। ভেটেরিনারি সার্জন ডা. রিপা রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জান বকুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একে তোতা ও উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা।
কীটনাশক বিতরণ
ম মেহেরপুর প্রতিনিধি
তুলার আবাদ বাড়াতে মেহেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার তুলা উন্নয়ন বোর্ড মেহেরপুরে শাখার উদ্যোগে অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান, বিশেষ অতিথি ছিলেন চুয়াযাঙ্গা জোনের তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা সেন দেবাশীষ ও মেহেরপুর এলাকার তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ইজাজুল ইসলাম।
দায়িত্ব গ্রহণ
ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রি চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কার্যালয়ে বিদায়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রি, ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বীজ বিতরণ
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
চারঘাটে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা প্রশিক্ষণ কেন্দ্র মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহমেদ লনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উলস্নাহ মোলস্নাহ।
প্রস্তুতি সভা
ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
অতিবৃষ্টি ও আসন্ন বন্যা মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সোনাতলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা খাতুনের পরিচালনায় বক্তব্য রাখেন তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল মন্ডল, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্যা ইউপি চেয়ারম্যান এ টি এম রেজাউল করিম টিমসহ অন্য চেয়ারম্যানরা। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনা প্রমুখ।
ধান বিতরণ
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা।
প্রস্তুতিমূলক সভা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) সংশোধিত নির্দেশিকা অনুযায়ী এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজি মাহমুদুল হাসান মামুন। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন প্রমুখ।
জবাইখানার উদ্বোধন
ম সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গরুর হাটে ১০ লাখ টাকা ব্যয়ে মডেল জবাইখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার ফুলবাড়ি মডেল জবাইখানা উদ্বোধন করেন প্রধান অতিথি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক (গাক) ড. মো. মাহবুব আলম। এ সময় ছিলেন গাকের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় শাখার সব কর্মকর্তা।