শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দোয়ারাবাজারে বন্যাদুর্গতদের পাশে আনসার-ভিডিপি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
দোয়ারাবাজারে বন্যাদুর্গতদের পাশে আনসার-ভিডিপি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা আনসার ভিডিপি। বুধবার উপজেলা সদরের ডাকবাংলা মাঠে দেড় শতাধিক বন্যাদুর্গতদের মধ্যে খাবার স্যালাইন, দিয়াশলাই, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ চিড়া, মুড়ি ও গুড় বিতরণ করা হয়। এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ মাসুদা সুলতানা বলেন, 'দোয়ারাবাজার উপজেলায় তৃতীয় দফা বন্যায় জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান মহোদয়ের নির্দেশনায় আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। নিজেদের ব্যবস্থাপনায় তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি।'

বন্যর্তদের মধ্যে শুকনো খাবার বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক অজিত চন্দ্র দাস, ইউনিয়ন আনসার কমান্ডার মনসুর আলী, পিসি মো. বিলস্নাল হোসেনসহ দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডাররা।

দ্বিতীয় দফা বন্যার নাকানিচুবানি শেষে পানি কমতে না কমতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফের বন্যায় কাবু হয়ে পড়ে বিভিন্ন গ্রামের মানুষ। গত ২৬ জুন থেকে টানা বর্ষণ আর ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে তৃতীয় দফা বন্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে