শ্রীপুরে বনভোজনের নৌকায় হামলায় ব্যবসায়ী নিহত আট জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বনভোজনের নৌকায় হামলা চালিয়ে নুরুজ্জামান নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় ওই মামলাটি দায়ের করেন। নিহত নুরুজ্জামান (৩২) উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি একজন পোলট্রি ব্যবসায়ী ছিলেন। মামলার আসামিরা হলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (২৭), একই ইউনিয়নের পূর্ব সোনাব গ্রামের সাইফুল ইসলাম (২৮), কাওরাইদ গ্রামের ইব্রাহিম মিয়া (২৫), একই গ্রামের হামিদুল ইসলাম (২৫), রিফাত হোসেন (২৫), সাব্বির হোসেন (২৬), আকাশ মিয়া (২৫) ও হৃদয় (২৪)। মামলার বাদী নিহতের বাবা রুহুল আমিন বলেন, 'আমার সুস্থ ছেলেটা বাড়ি থেকে পিকনিকে গেলো। ওরা পিটিয়ে মেরে ফেলেছে। যারা নির্মমভাবে আমার ছেলেকে মেরেছে ওদের সর্বোচ্চ শাস্তি চাই মৃতু্য দন্ড চাই।' শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, 'আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। আশা করছি দ্রম্নত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।'