কিশোরগঞ্জের হাওড়ে নৌকায় করে বালু বিক্রির হিড়িক

প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ হাওরে বর্ষা মৌসুমে স্টিলবডি নৌকা দিয়ে বালু বিক্রির জমজমাট ব্যবসা চলছে। প্রশাসনের নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বর্ষা মৌসুমে বাজিতপুর উপজেলার হিলচিয়া, হুমাইপুর, আয়নারগোপসহ বিভিন্ন অঞ্চলে এই সময় নৌকার ব্যবসায়ীরা নদী তীরবর্তী এলাকা থেকে সরকারি ডাকবিহীন অবৈধভাবে বালু উত্তোলন করে। পরে হাওড় অঞ্চলের বিভিন্ন জায়গায় বালু বিক্রি করছে তারা। এইদিকে একই কায়দায় নিকলী উপজেলার দামপাড়া, নগর, সিংপুর, ছাতিরচর এলাকাগুলোতেও অনুরূপভাবে ব্যবসা চালিয়ে আসছে। অন্যদিকে কুলিয়ারচর উপজেলার পৌর সদরের জিলস্নুর রহমান ব্রিজের আশপাশে বালু ব্যবসায়ীরা ব্রিজের দুই পাশে নৌকা থেকে বালু আনলোড করার ফলে ব্রিজটি এখন হুমকির সম্মুখীন হচ্ছে।