শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

যশোরে আলু ও বিভিন্ন ফল থেকে চিপস তৈরি শিখলেন ৬০ উদ্যোক্তা

স্টাফ রিপোর্টার, যশোর
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
যশোরে আলু ও বিভিন্ন ফল থেকে চিপস তৈরি শিখলেন ৬০ উদ্যোক্তা

যশোরে ৬০ নারী উদ্যোক্তা, কৃষক-কৃষাণী ও ব্যবসায়ী হাতে-কলমে আলু, কলা, কাঁঠাল ও আম থেকে চিপস তৈরি শিখলেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত ভ্যাকুয়াম ফ্রাইং মেশিনের মাধ্যমে গুণগতমান বজায় রেখে এই চিপস তৈরি করা যায়।

গত সোমবার যশোরের কারবালা এলাকায় এই প্রযুক্তি হস্তান্তর বিষয়ক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

দিনব্যাপী প্রশিক্ষণে বিএআরআই উদ্ভাবিত স্বল্পমূল্যের ভ্যাকুয়াম ফ্রাইং মেশিনের মাধ্যমে আলু, কলা, কাঁঠাল ও আম থেকে গুণগতমান বজায় রেখে উৎকৃষ্টমানের প্রকৃত চিপস তৈরির প্রযুক্তি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে আলু, কলা, আম ও কাঁঠাল উৎপাদনকারী কৃষক-কৃষাণী, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ ৬০ জন অংশগ্রহণ করেন ও মতবিনিময় করেন।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএআরআই'র সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প কো-অর্ডিনেটর ড. ইঞ্জি. মো. আবদুর রাজ্জাক আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন যশোরের কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম, বিএআরআই'র পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মিজানুর রহমান।

প্রকল্পের মূল উদ্দেশ্য ও প্রশিক্ষণ সম্পর্কে আলোকপাত করেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম ফেরদৌস চৌধুরী এবং কাঁঠাল, কলা, আলু ও আম'র ভ্যাকুয়াম ফ্রাইং প্রযুক্তির মাধ্যমে নিরাপদ চিপস তৈরি ও বাজারজাতকরণ সম্পর্কে আলোকপাত করেন ড. চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে