কালিয়াকৈরে আত্মহত্যার চিরকুট লিখে আত্মগোপনে কলেজছাত্রী
একদিন পর বাড়িতে হাজির
প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীপাড়ে জুতা ও আত্মহত্যার একটি চিরকুট লিখে রেখে আত্মগোপনের একদিন পড়েই বাড়িতে হাজির সেই কলেজ ছাত্রী। তার পরিবার, পুলিশ ও ডুবুরি দল সদীর পানিতে খোজ না পেয়ে উদ্ধারে ব্যর্থর ৩৭ ঘণ্টা পর বুধবার সকালে হঠাৎ নিজেই তার বাড়িতে এসে ওঠেন ওই ছাত্রী। উপজেলার কালিয়াদহ এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এমন কান্ডজ্ঞানহীন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন উপজেলাবাসী।
ওই ছাত্রী হলেন- কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার সোহরাব সিকদারের মেয়ে সুমাইয়া আক্তার। তিনি এবার গুচ্ছতে ভর্তির সুযোগ পেয়েছেন।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, সুমাইয়া গত সোমবার রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় বাড়ির পাশে তুরাগ নদীপাড়ে তার জুতা ও আত্মহত্যার একটি চিরকুট লিখে আত্মগোপনে যান। তিনি চিরকুটে লিখেন 'তোমরা যেমন সন্তান চাইছো, ওই রকম হতে পারিনি। আমি তোমাগো ইজ্জত রক্ষা করতে পারলাম না। পারলে মাফ কইরো। আমি ভেতর থেকে শেষ। আমার মৃতু্যর জন্য কেউ দায়ী না। নদীর পানিতে হয়তো পাইবা আমারে। ভালো থাইকো, মাফ কইরা দিও।' এমন চিরকুট লিখে সুমাইয়া নিখোঁজ হওয়ায় তুরাগ নদীতে ঝাঁপ দিয়েছে এমন সন্দেহ হলে ওইদিন রাতেই কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের একদল ডুবুরি পরদিন গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে অভিযান চালায়। এ ঘটনার পর বুধবার সকালে সুমাইয়া তার বাড়িতে চলে আসেন।
এদিকে এমন কান্ডজ্ঞানহীন ঘটনা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা করছেন উপজেলাবাসী। তবে কি কারণে এমন কান্ডজ্ঞানহীন ঘটনা ঘটাল সে তথ্য এড়িয়ে যায় পরিবারের লোকজন।