নকলায় ভিক্ষুক পেলেন বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা
প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০
নকলা (শেরপুর) প্রতিনিধি
ভিক্ষুকমুক্ত শেরপুরের নকলা গড়ার প্রত্যয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে আরও ১০ জন ভিক্ষুককে মালামালসহ মনোহারি টিনের দোকান উপহার দেওয়া হয়েছে। বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের এই দোকানঘর বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন। এর আগে গত ২০ মার্চ পাঁচ ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল।
বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপহার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম মাহবুবুল আলম সোহাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।
এ সময় জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।