শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

লোহাগড়া পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
লোহাগড়া পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্ণীপাশা চৌরাস্তা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসেছে।

বুধবার সকাল ১১ টায় ইউএনও জহুরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়ের নেতৃত্বে পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে মাইকিং করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেন।

এ বিষয়ে চায়ের দোকানদার ঝন্টু খান বলেন, 'আমার পরিবারে ৯ জন সদস্য, ঋণ করে মহাসড়কের পাশে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলাম। প্রশাসন আমার চায়ের দোকানটি ভেঙে দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি।' ইউএনও জহুরুল ইসলাম বলেন, 'লক্ষ্ণীপাশা বাজার এলাকা একটি দুর্ঘটনা প্রবণ এলাকা। মহাসড়কটি প্রশস্থ করার উদ্দেশ্যে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে