শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বৃক্ষরোপণ

ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (পস্নাটিনাম জয়ন্তী) উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপণ করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতারা। সোমবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এ কে এম এ আউয়াল। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মলিস্নক।

আলোচনা সভা

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের জন্মদিন উপলক্ষে কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সোমবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাফর) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মো. নাহিদ। উপজেলার চিওড়া ইউনিয়নের কাজী বাড়িতে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুলস্নাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা যুবসংহতির আহ্বায়ক কাজী শহীদসহ বিভিন্ন ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা।

ওয়ার্ল্ড রেকর্ড অর্জন

ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি ও নলছিটি প্রেস ক্লাব সভাপতি মো. এনায়েত করিমের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। (এঁরহহবংং ডড়ৎষফ জবপড়ৎফ এ ুঞযব গড়ংঃ ঋড়ড়ঃনধষষ (ঝড়পপবৎ) ঞড়ব ঞধঢ়ং রহ ড়হব সরহঁঃবচ্ পধঃবমড়ৎু ) অর্থাৎ এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেছেন। যেটি আগে ছিল ২১২। মঙ্গলবার অংকন অফিসিয়ালি তার এ অর্জনের সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রম্নয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের, গাছা থানার ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. মহিউদ্দিন আহম্মেদ। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসান হাবিব আদম আলী, গাছা থানা আওয়ামী লীগ নেতা মো. লিটন মোলস্নাসহ অন্যান্য নেতারা।

ফুটবল টুর্নামেন্ট

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোর্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ডন বস্কো কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইউএনও এম. রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী। এ সময় ছিলেন পৌর মেয়র আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার কাকলী, এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক।

আলোচনা সভা

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মসজিদের সব ইমাম ও উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে এক আলোচনা সভা ওর্ যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির সহযোগিতায় উপজেলা মডেল মসজিদে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব।

প্রশিক্ষণ কর্মশালা

ম রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের পরিচালক সিবলী সাইফুলস্নাহ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস-চেয়ারম্যান গৌতমি খিয়াং, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।

আর্থিক সহায়তা

ম স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলা সদর উপজেলায় ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২০ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথভাবে আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া। এ সময় ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মো. বাহা উদ্দিন।

বীজ ও সার বিতরণ

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে খরিপ-২ জাতের উফশী আমন আবাদ বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার, থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন।

ফুটবল টুর্নামেন্ট

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের সাতপাই আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন।

শিক্ষার্থীদের সংবর্ধনা

ম গাইবান্ধা প্রতিনিধি

সু-প্যালেস এসএসসি শিক্ষা বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সম্মেলন কক্ষে সু-প্যালেসের আয়োজনে সৃজনশীল গাইবান্ধা ও বই ঘর পাঠাগারের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান। সু-প্যালেসের স্বত্ব্বাধিকারী সোহাগ মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিছা আখতার বেগম চৌধুরী, সহযোগী অধ্যাপক এবিএম জিলস্নুর রহমান।

বীজ ও সার বিতরণ

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি বিভাগ ১২শ' কৃষককে বিনামূল্যে কৃষি প্রণোদনা প্রদান করেছেন। মঙ্গলবার বিতরণকৃত প্রণোদনার মধ্যে ছিল আমন বীজ ৫ কেজি, এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি। বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেল নির্বাহী অফিসার আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি ইসলাম উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

পুরস্কার বিতরণ

ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় স্বপ্নছায়া ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্বপ্নছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আব্দুলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সম্মাননা এবং সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম।

স্মরণসভা

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপস্নবী নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অণিমা সিংহের ৪৪তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভা পালন করা হয়েছে। সোমবার কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে স্মরণ সভায় বাংলাদেশ কৃষক সমিতি দূর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আ. মালেক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মণি সিংহ ও অণিমা সিংহের একমাত্র সুযোগ্য সন্তান ডা. দিবালোক সিংহ। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।

শপথ গ্রহণ

ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন। সোমবার ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের (শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট) উপজেলা চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান নির্বাচিত আব্দুর রশিদ গোলান্দাজ প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং ডামুড্যা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা,র্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপস্নব, সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, কশিরুল আলম ও গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ধ্রম্নব, মোস্তাফিজার রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক।

অভিভাবক সমাবেশ

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় চত্বরে সমাবেশে খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, খয়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোষ্ঠ মোহন চৌধুরী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী, সমাজসেবক সামিউল ইসলাম প্রমুখ।

কমিটির ভোটগ্রহণ

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০-০৫টা পযর্ন্ত ভোটগ্রহণ চলেছ। এতে অভিভাবক পদে নির্বাচিত হলেন- জাকির হোসেন বাবলু, সুজন মিয়া (সুজন), পাশা মিয়া, সিরাজুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফুটবল টুর্নামেন্ট

ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে খেলার শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজউদ্দিন মাস্টার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক।

ঋণ কার্যক্রমের উদ্বোধন

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিবীণা সমাজ উন্নয়ন সংস্থার (এএসডিও) সঞ্চয় ও ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত এই সংস্থার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি- উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল। অগ্নিবীণা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মো. আতিকুর রহমান মন্ডল আতিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অগ্নিবীণা সমাজ উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম রনি, আব্দুস সোবহান মুন্নু ও কাইয়ুম সরকার।

নতুন ওসির যোগদান

ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী থানার অফিসার ইনচার্জ হিসেবে মো. মোশারফ হোসেন গত তিন দিন আগে যোগদান করেছেন। তিনি ২০০৩ সনে ঢাকা এসবিতে এসআই হিসেবে কর্র্ম জীবন শুরু করেন। এরপর থেকে তিনি পাঁচ থানার তদন্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ কটিয়াদী থানা হতে তদন্ত ওসি হিসেবে এই জেলায় নিকলী থানার অফিসার ইনচার্জ হিসেবে প্রথম যোগদান করেন। তিনি বলেন, নিকলী থানাকে মাদকমুক্ত, বাল্যবিয়ে ও সন্ত্রাস মুক্ত করবেন বলে উলেস্নখ করেন।

চেক বিতরণ

ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত এবং মৃত ব্যক্তির পরিবারের মধ্যে মঞ্জুরিকৃত ৩১ লাখ টাকার চেক বিতারণ করা হয়েছে। মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এ সময় ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রসিদ খান, সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খান, বি আরটিএ সহকারী পরিচালক মো. নুরুল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

উঠান বৈঠক

ম শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় উপজেলা তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পান্তাপাড়া গ্রামে শার্শা উপজেলা তথ্য আপা প্রমিলা রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার প্রমুখ।

মতবিনিময় সভা

ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬নং ফলসী ইউনিয়ন পরিষদে সকাল ১০ ঘটিকার সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এ সময় ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম টিপু, উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, ফলসী ইউপি চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাজেদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।

ফুটবল টুর্নামেন্ট

ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোর্ল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও এন এইচ সুমনের সঞ্চালনায় ফাইনাল খেলার বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সেনবাগ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দিপু। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু।

শিক্ষার্থীদের সংবর্ধনা

ম নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় ২০২৪ সালের এসএসসি জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিপন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহাম্মদ ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন, মফিজুর রহমান ভেন্ডার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুন্নবী স্বপন।

দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুলস্নাহ আল খায়রুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম মাহবুবুল আলম সোহাগ, জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামজা কনক, বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

উপজেলা পরিষদ সভা

ম পাবনা প্রতিনিধি

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের নিয়ে পাবনা সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহিন, ভাইস চেয়ারম্যান ইমরান শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন সুমিকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ও সদর থানার ওসি রওশন আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে