শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মধ্যনগরে জনপ্রতিনিধিদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নেই কার্যালয়

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
মধ্যনগরে জনপ্রতিনিধিদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নেই কার্যালয়

সুনামগঞ্জের মধ্যনগরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তার হেপির দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো কার্যালয় নেই। উপজেলা পরিষদের কমপেস্নক্স ভবন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে জনসেবা গ্রহণ নিয়ে বিপাকে পড়ার সংশয় প্রকাশ করছেন নাগরিকরা।

উপজেলা পরিষদ ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ জুন প্রথমবারের মতো মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান পদে হযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হালুফা আক্তার হেপিবিজয়ী হন। ২৩ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে ২০২১ সালের ২৬ জুলাই মধ্যনগর থানাকে উপজেলায় ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের বছর ২০২২ সালের জুলাইয়ে উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে উপজেলার সদর ইউনিয়নের ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একাংশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া উপজেলা আরও কয়েকটি দপ্তরের কার্যক্রম পরিচালিত হয় স্থানীয় বিপি স্কুল ও কলেজের একটি একাডেমিক ভবনে। ফলে দাপ্তরিক কাজের জন্য শিগগিরই উপজেলা কমপেস্নক্স ভবন নির্মাণের দাবি করছেন স্থানীয়রা। মধ্যনগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি কুতুব উদ্দিন তালুকদার বলেন, 'আমরা উপজেলা পেয়েছি ঠিক, কিন্তু প্রশাসনিক কার্যক্রমের জন্য এখনো মানুষকে ধর্মপাশা যেতে হচ্ছে। এমনকি অবকাঠামোগত সুবিধা না থাকায় উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা কোনো কার্যালয় পাচ্ছেন না।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, 'আমরা দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য এখনো কোনো অফিস পাইনি।'

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, 'যেহেতু মধ্যনগর একটি নতুন উপজেলা, তাই জনবল সংকট দূরীকরণ ও অবকাঠামো নির্মাণ করতে একটু সময় লাগবে। তবে এ ব্যাপারে আমরা চেষ্টা করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে