প্রেমের টানে ঘর ছেলে পালিয়ে বিয়ে করেছিলেন দুইজন। সেই বিয়ে করাকে কেন্দ্র করে চাচার শাশুড়ির করা কটূক্তি সইতে না পেরে বিষপান করেন নবদম্পতি রিয়া খাতুন (১৯) ও সাজেদুল ইসলাম (২১)। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই গত ৩০ জুন মৃতু্যবরণ করেন রিয়া। সোমবার রাতে স্বজনরা রিয়ার দাফন সম্পন্ন করে গোরস্তান ত্যাগের আগেই রামেক থেকে সাজেদুলেরও মৃতু্যর খবর আসে। মঙ্গলবার দুপুরে সাজেদুলের মৃতু্যর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা আজতব প্রামাণিক।
রিয়া ঈশ্বরদীর সাহাপুর আজিজল তলা এলাকার লেরু মোলস্নার মেয়ে এবং সাজেদুল একই উপজেলার চরগড়গড়ি এলাকার আজতব প্রামাণিকের ছেলে।
এর আগে গত রোববার সকালে পাবনা ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি ফটিকমোড়ের আজতব প্রামাণিকের বাড়িতে তার ছেলে সাজেদুল ও তার বউ রিয়া বিষপান করেন।
প্রতিবেশী ও থানা সূত্র জানায়, প্রেম করে পালিয়ে এক মাস আগে বিয়ে করেন রিয়ার। রিয়ার পরিবার মেনে না নিলেও স্বামীর বাড়িতে শ্বশুড়, শাশুড়ি, ননদসহ আত্মীয়দের নিয়ে সুখেই ছিলেন রিয়া। কিন্তু রিয়ার চাচার শাশুড়ি ভানু বেগম তাদের বাড়িতে গিয়ে রিয়াকে নানা রকম কটূক্তিসহ থুথু ফেলে তাদের ভালোবাসার বিয়ের প্রতি ঘৃণা প্রকাশ করেন। এতে চরমভাবে অপমানিত হয়ে স্বামী-স্ত্রী বিষপান করেন। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করে। সেখানেই রিয়ার মৃতু্য হয়। আর স্ত্রীর মৃতু্যর তিন দিন পর স্বামী সাজেদুলেরও মৃতু্য হয়।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।