শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কোটা পুনর্বহালের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ছাত্র সমাবেশ -যাযাদি

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র ব্যানারে মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের ঝাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, '২০১৮ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছিল, সম্প্রতি হাইকোর্ট সেটা পুনর্বহাল করেছেন। আমরা হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করছি।'

বক্তারা আরও বলেন, 'চাকরি পরীক্ষা ও ভর্তি পরীক্ষাসহ সবখানে কোটার ছড়াছড়ি। যার ফলে মেধাবীদের বঞ্ছিত করে অপেক্ষাকৃত কম মেধাবীরা এসব ক্ষেত্রে সুবিধা নিচ্ছে। আমরা এই বৈষম্য মানি না। আমাদের আন্দোলন একেবারে কোটা বাতিলের দাবিতে নয়। আমরা চাই কোটা পদ্ধতির সংস্কার করা হোক। ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। একই সঙ্গে পরীক্ষায় কোটা-সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে