শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় ইটভাটা মালিককে হত্যার চেষ্টার অভিযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় ইটভাটা মালিককে হত্যার চেষ্টার অভিযোগ

দাবিকৃত চাঁদা না দেওয়ায় ঢাকার ধামরাইয়ে আবু রায়হান সেলিম নামে এক ইটভাটা মালিককে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় মাটি ব্যবসায়ীয়ের বিরুদ্ধে। বাধা দেওয়ায় ইটভাটা ম্যানেজার ও শ্রমিকসহ ৪ জনকে পিটানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে ধামরাই থানায় একটি মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ের পশ্চিমপাড়া জালসা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাটি ব্যবসায়ী শহিদুল ইসলাম রতন ১৫-১৬ দিন আগে একই এলাকার মতিউর রহমান মাস্টারের ছেলে মেসার্স বিএমআর নামে একটি ইটভাটার মালিক আবু রায়হান সেলিমকে (৪২) তার মাটি ক্রয় করার জন্য প্রস্তাব দেন। কিন্তু সেলিম তার মাটি কিনবেন না বলে জানিয়ে দিলে রতন তার কাছে প্রতি মাসে ১ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। সেলিম চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার হুমকি দেয়। এরপর শহিদুল ইসলাম রতন ক্ষিপ্ত হয়ে হামলা করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ শেখ বলেন, আসামি শহিদুল ইসলাম রতনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ থানায় একাধিক জিডি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে