জঙ্গি-সন্ত্রাস মোকাবিলা আমাদের থেকে শিখতে চান বিদেশিরা -শাজাহান খান এমপি

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, 'এক সময় জঙ্গি সন্ত্রাসীরা ঘিরে ধরেছিল সারা বাংলাদেশ। সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। বিশ্ব আজ স্বীকার করছে কী করে জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব শিখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলা বিদেশিরা আমাদের কাছ থেকে শিখতে চায়।' সোমবার মাদারীপুরের রাজৈর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসাকে সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হককে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহাসিন মিয়া, ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়া শাহা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আ ফ ম ফুয়াদ, ফরিদা হাসান পলস্নবী, রাজৈর পৌরসভার সাবেক মেয়র শামীম নেওয়াজ মুন্সী, রাজৈর ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন নেতাকর্মীরা।