কর্মক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে আহ্বান জানিয়েছেন রাজশাহী বশ্বিবিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে নবগঠিত কর্মকর্তা সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবগঠিত কর্মকর্তা সমিতির নেতাদের শুভকামনা ও শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে রুয়েটের কম্পট্রোলার ও কর্মকর্তা সমিতির বিদায়ী সভাপতি নাজিমউদ্দীন আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। এ ছাড়া বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চিফ ফিজিক্যাল এডুকেশন অফিসার ও কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সভাপতি মোহা. মাহবুবুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মকর্তা সমিতির নির্বাচন ২০২৪-এর প্রধান নির্বাচন কমিশনার তৌহিদ আরিফ খান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী ও কর্মকর্তা সমিতির বিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ এবং সংস্থাপন ও প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান।