কুমিলস্নার দাউদকান্দিতে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় ও নীলফামারীর ডিমলায় অটোরিকশা চোরচক্রের সদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দাউদকান্দিতে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ৩ ঘণ্টা পর অভিযুক্ত নাছিম ওরফে নাদিমকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে থেকে নিহত রাশেদা বেগমের কানের দুল ও চেইন উদ্ধার করা হয়। সোমবার বিকালে পৌরসভার নুরপুর গ্রামের নিজবাড়িতে খুন হন তিনি। আটক নাছিম ওরফে নাদিম পৌরসভার ১নং ওয়ার্ডের নূরপুর বেপারী বাড়ির নূর আলমের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, হত্যাকান্ডের ৩ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আসামিকে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে নানা প্রলোভন দেখিয়ে হিন্দু সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ওই নারী গাজীপুর আদালতে মামলা দায়ের করলে কালিয়াকৈর ওই ধর্ষককে গ্রেপ্তার করে মঙ্গলবার গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম রফিক উপজেলার কালামপুর এলাকার আব্দুল হালিমের ছেলে।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মামুন অর রশিদ জানান, এ ঘটনায় রফিকুল নামে একজনকে গ্রেপ্তার করে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় ৪টি চোরাই অটোরিকশাসহ চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, চক্রের সদস্য আবু তাহেরকে জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকা থেকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাগলা থানা এলাকা থেকে চারটি অটোসহ চক্রের সদস্য সোহেল ও নজরুলকে আটক করা হয়। সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় জুয়া খেলার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো উপজেলার সুন্দরখাতা গ্রামের মোকছেদুল ইসলাম (২৮), মাজেদুল ইসলাম (৪০), দক্ষিণ বালাপাড়া গ্রামের বাধন ইসলাম (৪৪) ও মধ্যম সুন্দরখাতা গ্রামের আলতাফ হোসেন (২৪)।
ডিমলা থানার ওসি দেবাশিষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে কোনো আলামত পাওয়া যায়নি। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।