নোয়াখালীর সুবর্ণচরে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি-জামায়াতের দুই নেতার মৃতু্য হয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় সিলেটে সাংবাদিক সবুর সস্ত্রীক, চট্টগ্রামে যুবক ও রাজশাহীর চারঘাটে স্কুল শিক্ষক নিহত হয়। আঞ্চলিক বু্যরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন (৫৫) ও হাফিজ উল্যাহ (৫৭) নামে দুই বিএনপি-জামায়াত নেতার মৃতু্য হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সুলতান নগর এলাকার চরজব্বর-সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। হাফিজ উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা নুর উল্যাহর ছেলে এবং একই ইউনিয়নের জামায়াত নেতা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বিএনপি নেতা জামাল আত্মীয় জামায়াত নেতা হাফিজ উল্যাহসহ মোটর সাইকেলে জেলা শহর মাইজদীতে রাজনৈতিক মামলার হাজিরা দিতে যান। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বর-সোনাপুর সড়কের সুলতান নগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়লে আরেকটি ট্রাকও তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতা জামাল মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে জামায়াত নেতা হাফিজ উল্যাহ। এ ঘটনায় চরজব্বর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চত করেছেন।
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে সাংবাদিক আব্দুছ সবুর সস্ত্রীক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, সিলেটগামী একটি প্রাইভেটকারকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে রাশেদ (৩২) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার শুলকবহর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন। রাশেদ (৩২) বন্দর থানাধীন বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।
নুরুল আমিন বলেন, ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত মোটর সাইকেল থেকে পড়ে যান রাশেদ। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহী শহর থেকে চিকিৎসা শেষে নিজ বাড়ি চারঘাটে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষক হাবিবুর রহমানের। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতু্যর সঙ্গে লড়ছেন নিহতের স্ত্রী শিরিন সুলতানা। গত সোমবার দিনগত রাত আড়াইটার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক হাবিবুর রহমান। তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামীনিগঙ্গারামপুর এলাকার কাসেম প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ট্রাক চালককে আসামি করে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে তারা স্বামী-স্ত্রী রাজশাহীতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। গভীর রাতে চিকিৎসা শেষে সিএনজিতে করে বাড়ি ফেরার পথে চারঘাট-বানেশ্বর মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে ধান বোঝায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর। আহত হন তার স্ত্রী শিরিন সুলতানা।