হবিগঞ্জে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় বোন নিহত হয়েছে। এদিকে পাঁচ জেলায় বিভিন্ন ঘটনায় পাঁচজনের অপমৃতু্য হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার, রংপুরে ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃতু্য, বগুড়ার দুপচাঁচিয়ায় হোটেল ব্যবসায়ীর আত্মহত্যা, নাটোরের নলডাঙ্গায় মালবাহী ট্রেনে কাটা পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী নিহত এবং কুড়িগ্রামের রাজারহাটে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বাহুবল উপজেলায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় বোন মিরা মুন্ডা (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাজেন মুন্ডাকে আটক করেছে পুলিশ। তারা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা-বাগানের মৃত ভদ্র মুন্ডার সন্তান। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, সোমবার মধ্যরাতে মিরার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় ভোট ভাই রাজেনের। এক পর্যায়ে রাজন উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে তার বোনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানিয়েছেন, জেলা শহরের সন্তোষে নিখোঁজ হওয়ার চারদিন পর সোহেল রানা (৩২) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পৌরসভার সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রবাসী সোহেল রানা শহরের অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চারদিন আগে অলোয়া ভবানী আমতলার বাড়ি থেকে রাতে বের হয়ে নিখোঁজ হন সোহেল। খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবার থেকে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর চারদিন পর মঙ্গলবার সকালে সন্তোষ এলাকার শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান নামে এক কিশোর মারা গেছে। গত সোমবার বিকালে জেলার মিঠাপুকুর উপজেলা কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এ ঘটনা ঘটে। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর পুকুরপাড় গ্রামের ভ্যানচালক মানিক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
জানা যায়, বিকালে মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। এ সময় কামরুল হাসানের ছোট ভাই আবু তাহের ক্রীড়া উন্নয়ন পরিষদের বিল্ডিংয়ের ছাদে ওঠে খেলা দেখছিল। সে তার ছোট ভাইকে নামানোর জন্য ছাদে ওঠে। ওই ছাদের ওপর দিয়ে বৈদু্যতিক সঞ্চালন লাইনটি পাশের একটি দোকানে সংযোগ ছিল। ছাদ থেকে নামার সময় অশতর্কতাবশত ঝুলন্ত তারে জড়িয়ে পড়ে কামরুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় মোশারফ হোসেন (৩২) নামের এক হোটেল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার তালোড়া পৌর এলাকার সাবলা মহলস্নার মাহফুজার রহমানের ছেলে। মঙ্গলবার দুপুরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে মোশারফ তালোড়া রেলঘুমটি এলাকায় অবস্থিত তার হোটেলে ছিলেন। দুপুরের দিকে তিনি সবার অগোচরে হোটেলের রান্নাঘরের পাশে তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন। পরে হোটেলের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে মালবাহী ট্রেনে কাটা পড়ে রফিক হোসেন (৪০) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের কাছে দিনাজপুরগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক উপজেলার মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে ও বুদ্ধিপ্রতিবন্ধী।
জানা যায়, সকাল ৬টার দিকে উপজেলার মাধনগরের রফিক খুলনা থেকে দিনাজপুরগামী চলন্ত মালবাহী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মর্র্মান্তিক মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ পূর্বটারী গ্রামে।
মৃতের পরিবার ও এলাকাবাসী জানান, ওই গ্রামের মৃত বাবর আলীর ছেলে আজাদ আলী (৫৫) ওইদিন বিকাল ৫টার দিকে তার ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।