শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি রাস্তা দখলমুক্ত

বিশ্বম্ভরপুরে ব্রিজের ক্ষতিসাধনের দায়ে জরিমানা
স্বদেশ ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি রাস্তা দখলমুক্ত

যশোরের অভয়নগরে সরকারি রাস্তা দখলমুক্ত করেছে প্রশাসন। এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্রিজের ক্ষতিসাধনের দায়ে জরিমানা করা হয়েছে একটি ট্রলারের মাঝিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে দুই যুগ পর একটি সরকারি রাস্তা দখলমুক্ত করেছে প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাস্তা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়।

কয়েক ঘণ্টাব্যাপী চলা উচ্ছেদ অভিযানে ৩টি বসতঘর, ২টি ঘরের বারান্দা, প্রাচীর, টয়লেটসহ কয়েকটি অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন সাংবাদিকদের বলেন, 'উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় খাস খতিয়ানে ৩৩ শতক জমির একটি মাটির রাস্তা স্থানীয় একটি চক্র দুই যুগ ধরে বন্ধ করে রেখেছিল। অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তা দখলকারীদের বিরুদ্ধে তাদের স্থাপনা অপসারণের জন্য তিন দফা চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু দখলকারীরা বিষয়টি আমলে নেয়নি। যে কারণে যশোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়। ২০ জন শ্রমিক ও একটি এস্কেভেটর দিয়ে সব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।'

অভিযান চলাকালে অভয়নগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল, নওয়াপাড়া পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিছাখালী রাবার ড্যামে পাথর বোঝাই স্টিলের নৌকার আঘাতে ব্রিজের ক্ষতির দায়ে ৬০০০ টাকা জরিমানা আদায় করেছন এসি ল্যান্ড। রোববার উপজেলার মিছাখালি রাবার ড্রামের ব্রিজের নিচ দিয়ে পাথর বোঝাই একটি স্টিলের নৌকা নিচ দিয়ে যাতায়াতকালে ব্রিজের সঙ্গে নৌকাটি ধাক্কা খেয়ে ব্রিজের ক্ষয়ক্ষতি হয়। বিকট শব্দ শুনে রাবার ড্যাম পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় লোকজন এসে নৌকাটি আটক করেন। ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া উপজেলা নির্বাহী আফিসার মফিজুর রহমানকে অবগত করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক ও পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে প্রেরণ করেন। পরে এসি ল্যান্ড ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্রিজের ক্ষয়পূর্বক নৌকার মাঝিকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে