শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বাউয়েট ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি
  ০২ জুলাই ২০২৪, ০০:০০
বাউয়েট ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের আইকিউএসির উদ্যোগে দিনব্যাপী 'টিচিং-লার্নিং ইন আউটকাম বেইজড এজুকেইশন' শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, রেজিস্ট্রার লে. কর্নেল শেখ সানি মোহাম্মদ তালহা (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন এবং সিএসই বিভাগের প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), শিক্ষকমন্ডলী ও কর্মকর্তারা।

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসন ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. ফারহিন হাসান। প্রশিক্ষণে কোর্স লার্নিং আউটকাম, প্রোগ্রাম লার্নিং ম্যাপিং, আউটকাম বেইজড প্রশ্নপত্র তৈরি করা, কেপিআই সেটিং, সিকিউআই প্রসেস, ইভেলুয়েশন রুব্রিক্স, বিএনকিউএফের ডোমেইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হাতে-কলমে শেখানো হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসনকে ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া সকালে স্কাইলাইট হলে আইকিউএসি অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক ইসিই অনুষদের ডিন এবং সিএসই বিভাগের প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। কর্মশালায় সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় অনুষদ এবং ইসিই অনুষদের ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে