সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সভা অনুষ্ঠিত ম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ নিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, রামপাল থানার ওসি সোমেন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা প্রমুখ। সার ও বীজ বিতরণ ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২৩-২৪ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনের করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. এবাদুর রহমান প্রামানিক, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফেরদৌসী ইয়াসমীন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার। শিক্ষার্থীদের সংবর্ধনা ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে অধ্যক্ষ মাওলানা মুসলেহুদ্দীন (রহ.) ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের ফাউন্ডেশনের মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। মনোহরদী উপজেলার-২০২৪ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে আবু তাহের মেম্বারের সভাপতিত্বে ও রাকিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাওলানা ওয়ালী উলস্নাহ। এ সময় উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিবুর রহমান সেলিম, প্রভাষক মস্তোফা কামাল। পরিচিতি সভা ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ গাজীপুর মহানগর শাখার নবনির্বাচিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার টঙ্গী বাজার গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গাজীপুর মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি মো. আবুল বাসারের সভাপতিত্বে এবং মহানগর সৈনিক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া সুমনের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান। আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের অন্য নেতারা। মতবিনিময় সভা ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ। রোববার তার নিজ দপ্তরে এ মতবিনিময় সভায় ছিলেন স্থানীয় সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, শামিম ইকবাল চৌধুরী, আবদুল হামিদ, আবুল বশর নয়ন, নুরুল আলম সাঈদ, সানজিদা আক্তার রুনা, হাফিজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদুল হক বাহাদুর, মোহাম্মদ ইউনুছ, তৈয়ব উলস্নাহ প্রমুখ। মতবিনিময় সভা ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনূর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এ সময় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খান, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, বীর মুক্তিযোদ্ধা এম. এ মজিদ মিঞা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, থানা অফিসার ইনচার্জ মো. আহসান উলস্নাহ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন। হাসপাতাল উদ্বোধন ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ইসলামি চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ডের পাশে হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ ও ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার হোসেন। এ সময় হাসপাতালের পরিচালক ফয়সাল হোসেন খান ও অন্যান্য পরিচালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষাবৃত্তি প্রদান ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার কালীগঞ্জ শহরের বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সার্বিক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস রুপালি। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশের সভাপতিত্বে আরও ছিলেন সুনিকেতন পাঠশালার সহকারী শিক্ষিকা সুফিয়া খাতুন। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১০ জন এবং কলেজ পর্যায়ের ২৯ জন মেয়েকে এপ্রিল-জুন ২০২৪ তিন মাসের এককালীন বৃত্তির টাকা প্রদান করা হয়। নতুন কমিটি ম দিনাজপুর প্রতিনিধি রোটারি ক্লাব দিনাজপুরের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৪-২৫ রোটাবর্ষের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রোটারিয়ান এটিএম নুরনবী সরকার ও সেক্রেটারি রোটারিয়ান হুসনাউল আসমা অ্যাডভোকট। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন আইপিপি রোটারিয়ান ডা. খাদিজা নাহিদ ইভা, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. শহিদুর রহমান পাটোয়ারী মোহন (পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট (১) রোটারিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন (পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট (২) রোটারিয়ান নুরশেদ আহমেদ ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো. আক্কাস আলী, ট্রেজারার রোটারিয়ান মনোয়ারুল হক মার্শাল (পিএইচএফ), ক্লাব ট্রেইনার রোটারিয়ান রণজিৎ কুমার সিংহ। বীজ ও সার বিতরণ ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-দুই মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে  প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান মোবাইলের মাধ্যমে বক্তব্য দিয়ে বিতরণ শুরু করেন।  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। মতবিনিময় সভা ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি চারঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসানের (মামুন) সাথে চারঘাট প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চারঘাট উপজেলা চেয়ারম্যান এর অফিসকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর উপস্থিতিতে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে সবংর্ধনা প্রদান করা হয়। এ সময় ছিলেন চারঘাট প্রেস ক্লাবের কোষধ্যক্ষ মিঠু রানা, সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন পিন্টু, সিনিয়র সদস্য মিজানুর রহমান, মাইনুল হক সান্টু, আতিকুর রহমান আশা, সদস্য জুবায়ের ইসলাম। সার ও চারা বিতরণ ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রাউজানের ১৩ শতজন প্রান্তিক কৃষককে সরকারের প্রণোদনার আওতায় সার বীজসহ নারিকেল চারা বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারচু্যয়ালি যোগ দিয়ে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির। চেক বিতরণ ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার উপজেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপস্নব। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,জাতীয় পাটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী। সার ও বীজ ধান বিতরণ ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে আমন বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। সোমবার গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এস এম মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা, অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির। শুদ্ধাচার পুরস্কার ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য ২০২৩-২৪ অর্থবছরে নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন। জাতীয় শুদ্ধাচার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়নসিংহ জেলা প্রশাসক, জামালপুর জেলা প্রশাসক, শেরপুর জেলা প্রশাসকসহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বীজ ও সার বিতরণ ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালীতে ১৩'শ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর ইসলামের সঞ্চালনায়, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক, পলস্নী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম। শপথ গ্রহণ ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি চতুর্থ বারের মতো শপথ নিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার আবু আহম্মদ সিদ্দীক এ শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৩ জুন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী শপথ গ্রহণ করলেও উপজেলা চেয়ারম্যান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় তিনি শপথ নিতে না পারায় গত শনিবার তিনি শপথগ্রহণ করেন। দুর্ধর্ষ চুরি ম সোনাগাজী (ফেনী) প্রতিনিধি ফেনীর সোনাগাজীতে নিজাম উদ্দিন নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্ণীগঞ্জ দশআনি গ্রামের কালাজি মিজি বাড়িতে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। অজ্ঞাত চোরের দল বারান্দার গ্রিল কেটে তালা ভেঙে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণ, দুটি মোবাইল ফোন, জমির বেশ কয়েকটি দলিল ও নগদ ৭৫ হাজার টাকা লুটে নিয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ঘটনাটি শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হুইল চেয়ার বিতরণ ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সংসদ সদস্যের বরাদ্দকৃত প্রকল্প থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪৪টি বেঞ্চ, বিভিন্ন ক্লাবে ফুটবল ও জার্সি, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, ফৌজিয়া ইয়াসমিন লিজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। সাধারণ সভা ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার সভাপতিত্বে ও উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিষদ আহসান কচিন ও মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার। দায়িত্ব গ্রহণ ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি শান্তিগঞ্জে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। সোমবার শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী চৌধুরী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ফারুক আহমেদ, নবনির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অভি, বিদায়ী ভাইস চেয়ারম্যান নুর হোসেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোর্শারফ হোসেন জাকির, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রফিকা মহির। চারা বিতরণ ম কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচির আওতায়, ২০২৩-২৪ অর্থ বছরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। ইউএনও নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল জলিল মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সহিদা আক্তার বিন্দু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।