হবিগঞ্জের মাধবদীতে এমপি সুমনকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার দাবিতে এবং ফরিদপুরে সহকারী প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ। সোমবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহ সৈয়দ হাবিবউলস্নাহ সূচন, আব্দুর রশিদ, আসাদুজ্জামান গেন্দু, বশির মিয়া, শাহ রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু, প্রভাষক মহিউদ্দিন প্রমুখ।
ফরিদপুর ও বোয়ালমারী প্রতিনিধি জানান, ফরিদপুরের এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ওই সহকারী প্রধান শিক্ষকের স্থায়ী অপসারণের দাবি জানানো হয়।
সোমবার ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাটদী বঙ্গেশ্বরদী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গেশ্বরদী গ্রামে অবস্থিত 'সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়' নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ আহমেদ। তিনি দেশের বাইরে থাকায় মানববন্ধনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোশারফ হোসেন।
লিখিত বক্তব্যে উলেস্নখ করা হয়, বিতর্কিত ওই সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে তার পক্ষে রাজনৈতিক কর্মকান্ডে জোর করে অংশগ্রহণ করানোর বিষয়ে একটি লিখিত অভিযোগ আসে। ওই অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতভাবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ তদন্তের স্বার্থে ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি ইতিপূর্বে বিদ্যালয়ের অর্থ কেলেংকারীর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হন।
মানববন্ধনে দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্যা বলেন, 'সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সাংবাদিক সম্মেলনে যা বলেছেন তা মিথ্যা ও বানোয়াট। আমরা তার বহিষ্কার চাই।'