নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে নানিয়ারচরের বুড়িঘাটের ১৬নং টিলা নুরুর দোকানের সামনের রাস্তা ও পুলিপাড়া বলিরবাগানের পাহাড় ধসে রাস্তা বস্নক হয়ে যায়, বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িঘাট ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান। তিনি জানান, ভারী বৃষ্টিতে রাস্তা ধসের ফলে বুড়িঘাট সড়ক বস্নক হয়ে গেলে রাস্তা পরিষ্কার করেতে এগিয়ে এসেছে ইয়ুথ ক্লাব ও স্পোর্টিং ক্লাব।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান জানান, প্রশাসনের সঙ্গে আমাদের জনপ্রতিনিধিরা সর্বাত্মক কাজ করছে, বুড়িঘাটের আশপাশে একটি স্থানের রাস্তা ধসের খবর পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন ভারী বর্ষণে জনসাধারণকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে আমরা মাইকিং প্রচারণা করে যাচ্ছি। এছাড়া উপজেলা চারটি ইউনিয়নে ৮টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের সঙ্গে সামাজিক সংগঠনের কিছু কর্মীকে পাহাড় ধস ও রাস্তা পরিষ্কারে সহযোগিতা করতে দেখা গেছে।