শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ময়মনসিংহে দেশীয় ফলের উৎসব

ময়মনসিংহ বু্যরো
  ০২ জুলাই ২০২৪, ০০:০০
ময়মনসিংহে দেশীয় ফলের উৎসব

ময়মনসিংহে স্টার হোপ ফাউন্ডেশনের আয়োজনে ব্যতিক্রমী দেশীয় ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর সি.কে. ঘোষ রোডে স্টার হোপ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় স্টার টাওয়ারের নিচে এই মেলার আয়োজন করা হয়। মধুমাসে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টার হোপ ফাউন্ডেশনের ভর্তুকি মূল্যে ফল উৎসবটির আয়োজন করা হয়। উৎসবটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উৎসবে বিভিন্ন রকমের দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। ফলের মধ্যে ছিল কলা, আম, কাঁঠাল, আনারস, জাম, লটকন ইত্যাদি দেশীয় ফল। স্টার হোপ ফাউন্ডেশনের সভাপতি আহামেদ সুরুজ্জামান অর্ণব বলেন, 'দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজনটি করা হয়। বিদেশি ফল বাংলাদেশে আমদানি করা হয় বেশি। কিন্তু দেশীয় ফলের মধ্যে বেশি পুষ্টিগুণ রয়েছে। আর এই সচেতনতা বৃদ্ধিতে আমরা প্রতি বছর এই আয়োজন করি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুলস্নাহ আল মাসুদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আহামেদ জামিল লিফাত, দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মাহিনূর আব্দুলস্নাহ অনিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে