টাঙ্গাইলে যুবককে পিটিয়ে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের যুবক ইসমাইল হোসেনকে পিটিয়ে হত্যা করার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গত রোববার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান ওই দন্ডাদেশ দেন। দন্ডিতরা হচ্ছেন ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে শামসু (৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান (৪১), সিতালু রবি দাসের ছেলে নরেশ রবি দাস (৩৯) এবং সবতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নজরুল (৩২)। দন্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ডের আদেশও দিয়েছেন আদালত। মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল বাছেত জানান, ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (২৫) বিগত ২০১৮ সালের ১৭ মে বাড়ি থেকে নরিল্যা হাটে কেনাকাটা করতে যান। হাটে যাওয়ার পর দন্ডিত ব্যক্তিরা পূর্ব শত্রম্নতার জের ধরে তাকে ধরে নিয়ে যায়। তারা ইসমাইলকে আটকে রেখে মারপিট করায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দন্ডিতরা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পথে ইসমাইলের মৃতু্য হয়। তখন দন্ডিতরা মরদেহ নরিল্যা কলেজের পাশে একটি ডোবার মধ্যে ফেলে দেয়। দু'দিন পর স্থানীরা মরদেহ দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর ইসমাইলের স্বজনরা সনাক্ত করে। ওই বছর ২০ মে নিহত ইসমাইলের বড় ভাই ইব্রাহিম বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌসুলি মনিরুল ইসলাম খান জানান, সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রোববার রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় দন্ডিত চারজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।