২ দফা দাবিতে কর্মবিরতি পলস্নী বিদু্যৎ সমিতির কর্মীদের
প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
পলস্নী বিদু্যতায়ন বোর্ড ও পলস্নী বিদু্যৎ সমিতিকে একিভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পলস্নী বিদু্যৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার তারা এ কর্মবিরতি পালন করেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা পলস্নী বিদু্যৎ সমিতির কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মকর্তা-কর্মচারীরা এ আন্দোলন কার্যক্রম শুরু করেন। আন্দোলনে জেলার প্রত্যন্ত এলাকায় বিদু্যৎ সরবরাহের কাজে নিয়োজিত পলস্নী বিদু্যৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া পলস্নী বিদু্যৎ সমিতির বিলিং সহকারী জেসমিন আক্তার ও রিয়া পাল বলেন, 'আমরা এখানে কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে কাজ করছি। আমরা এত বছর ধরে কাজ করলেও আমাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। এখানে প্রতিদিন দুইজনের কাজ একজন করতে হচ্ছে। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছি। তাই আমাদের দাবি কাজ নাই, মজুরি নাই এই চুক্তিতে আমরা থাকতে চাই না। আমাদের ঘোষিত দুটি দাবি হলো- স্মার্ট ও টেকসই বিদু্যৎ ব্যবস্থা বিনির্মাণে বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ড (বিআরইবি)-পলস্নী বিদু্যৎ সমিতি (পিবিএস) একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যৎ বিদু্যৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করতে হবে। অন্যথায় এই আন্দোলন চলবে।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, 'বৈষম্য নিপাত যাক-পলস্নী বিদু্যৎ সমিতি মুক্তি পাক'- এ সেস্নাগানে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে গাজীপুর পলস্নী বিদু্যৎ সমিতি-২-এর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। কর্মসূচিতে গাজীপুর পলস্নী বিদু্যৎ সমিতি-২-এর কারিগরি শাখার ডিজিএম প্রকৌশলী সুকুমার চৌধুরী, এম এস শাখার এজিএম জহির আব্বাস খান, অর্থ শাখার এজিএম ইফতেখার আহমেদ, সদর দপ্তর ই.এন্ড.সি শাখার এজিএম আরিফুল ইসলাম, আইটি শাখার এজিএম এনামুল হক, প্রশাসন শাখার এজিএম এ.এইচ.এম মুহিববিলস্নাহ, ও.এন্ড.এম শাখার এজিএম মোহসীন বাবুল বক্তব্য রাখেন।
নাটোর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছে নাটোর পলস্নী বিদু্যৎ সমিতি-২-এর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার, লাইনম্যান, বিলিং সহকারীসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সমিতির সদর দপ্তর, জোনাল অফিস, সাব জোনাল অফিস ও অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। কর্মসূচি চলাকালে ডিজিএম গুরুদাসপুর মোমিনুর রহমান বিশ্বাস, ডিজিএম লালপুর রেজাউল করিম, ডিজিএম বাঘা সুবির কুমার, এজিএম অর্থ সোহাইল আকরাম, এজিএম আইটি রাকিবুল ইসলামসহ অধিকাংশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।