শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নড়াইল ও বাগেরহাটে বজ্রপাতে ৪ মৃতু্য

বিদু্যতায়িত হয়ে দুই জেলায় দুইজনের মৃতু্য শ্রীপুরে হামলায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ০২ জুলাই ২০২৪, ০০:০০
নড়াইল ও বাগেরহাটে বজ্রপাতে ৪ মৃতু্য

নড়াইলে শুকর চরাতে গিয়ে বজ্রপাতে ৩ জনের ও বাগেরহাটের রামপালে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আরেকজনসহ মোট চারজনের মৃতু্য হয়েছে। এদিকে বিদু্যতায়িত হয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে একজন ও বগুড়ার দুপচাঁচিয়ায় একজনের মৃতু্য এবং গাজীপুরের শ্রীপুরে বনভোজনের নৌকায় হামলায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারতি খবর-

নড়াইল প্রতিনিধি জানিয়েছেন, নড়াইলের কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় বজ্রপাতে তিনজনের মৃতু্য হয়েছে। গত রোববার মধ্যরাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। শুকর চরানোর পর তারা সবাই খোলা মাঠে ঘুমিয়ে ছিলেন।

বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিলটন রায় এবং সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালী (৫০)। এছাড়া আহত চিত্ত মালো স্থানীয় বাসিন্দা। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে আসেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের চারজনের মধ্যে তিনজনের মৃতু্য হয়। সোমবার সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তিনজনের মরদেহ দেখতে পান।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপাল উপজেলায় খোলা মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ইকলাস শেখ (৫৫) নামের একজন শ্রমিকের। নিহত ইকলাস উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড়া গ্রামের মৃত শেখ আবুল হাশেমের ছেলে। গত রোববার দুপুরে বাঁশতলী ইউনিয়নের সুন্দরপুর এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, ইকলাস মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। বৃষ্টিপাত শুরু হলে পাশের একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নেন। কিছুক্ষণ পরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামে আলী আকবরের ছেলে মনির হোসেন (২৫) সোমবার সকালে প্রতিবেশী সবুজ মিয়ার বাড়ির সামনে রাস্তায় বিদু্যতের ঝুলন্ত তারে লেগে ঘটনাস্থলে মৃতু্যবরণ করেছেন। এ বিষয়ে বাজিতপুর থানায় একটি অপমৃতু্য মামলা রুজু হয়েছে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে আরাফ আহম্মেদ নাকিব (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃতু্য হয়েছে। সে পৌর এলাকার মাস্টারপাড়া মহলস্নার নাছির উদ্দিনের ছেলে এবং দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। সোমবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ঘটনার দিন নাকিব মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পাশের ছোট্ট একটি পেয়ারা গাছে ওঠে। পাশেই বৈদু্যতিক খুঁটির আর্থিংয়ের তার ধরলে বিদু্যতায়িত হয়ে পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে বনভোজনের নৌকায় দুর্বৃত্তের হামলায় নিখোঁজের একদিন পর নদীর তীরে ভাসমান অবস্থায় নুরুজ্জামান নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় নৃত্যশিল্পীসহ আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বটতলার খিরু নদের তীর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. নুরুজ্জামান (৩২) উপজেলার সোনাব গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি একজন পোলট্রি ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, রোববার সকালে ৩৫ জনের একটি দল নৌকায় নদীপথে আনন্দভ্রমণে যান। নদীতে ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ৭টার দিকে বাড়িতে ফিরছিলেন তারা। কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বটতলা এলাকায় পৌঁছামাত্রই বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করে। এ সময় সবার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন লুট করে দুর্বৃত্তরা। ওই হামলায় নিখোঁজ হন ব্যবসায়ী নুরুজ্জামান।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে