নীলফামারীর জলঢাকায় পাথর বোঝাই ট্রাকে মিলল ৩৪৫ বোতল ফেনসিডিল। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী ও সাতক্ষীরার পাটকেলঘাটায় গাঁজাসহ মাদককারবারি আটক হয়েছে। অন্যদিকে টাঙ্গাইলে রিসোর্ট থেকে সাতজন গ্রেপ্তার হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর জলঢাকায় পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৩৪৫ বোতল ফেনসিডিল জব্দ ও চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়। রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে পূর্ব বালাগ্রাম মন্তেরডাঙ্গা এলাকায় পাকা রাস্তার উপরে তাদের আটকিয়ে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর ঝুমুর আলী বাজার এলাকার ফারুক হোসেনের ছেলে সোহেল রানা মিঠু (২৭) ও হোসেন আলীর ছেলে হুমায়ুন কবির জসিম (২৫)। আসামিদের বিরুদ্ধে জলডাকা থানায় একটি মামলা রুজু করা হয়েছে যার নং ১. তারিখ ০১.০৭.২৪।
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ। গত রোববার ৮ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সন্ত্রাসীর নাম শামসুল আলম (৩৫)। তিনি একই ক্যাম্পে বসবাসরত আব্দুর রাজ্জাকের ছেলে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. জানান, আটক সন্ত্রাসীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শার্টারগান ও ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ইন্টেলিজেন্ট তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবালের নির্দেশনায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে গত রোববার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের একবার হোটেল সংলগ্ন এলাকা থেকে তৌহিদুল ইসলাম (২৭) নামে একজনকে একশ' গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। আটক আসামি পাটকেলঘাটা আমতলারডাংগা গ্রামের সবুর গাজীর ছেলে। পাটকেলঘাটা থানার ওসি বিপস্নব কুমার নাথ জানান, আসামিকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গাস্থ বিরতি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তিন খদ্দের ও সাত যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনায় মানবপাচার আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হচ্ছেন- পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুর গ্রামের মৃত আ. করিমের ছেলে মো. মোজাম্মেল(৫৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন(৩৫), বগুড়া সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে কনক ইসলাম(৩০), টাঙ্গাইল শহরের বোয়ালী মধ্যপাড়ার একজন নারী(২৫), একই শহরের অলোয়াভবানী এলাকার একজন নারী (২৪), একই জেলার গোপালপুর উপজেলার নরিল্যা গ্রামের এক নারী(১৯), টাঙ্গাইল শহরের বিশ্বসবেতকা এলাকার আরেক নারী(২১), শহরের বটতলার এক নারী(৩২), একই জেলার মির্জাপুর উপজেলার কুরণী গ্রামের একজন নারী (২৭) এবং যশোর জেলার মনিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামের আরকেজন নারী(৩০)।