নারায়ণগঞ্জের ফতুলস্নায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে ফতুলস্না মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে নিহত সুরুজ মিয়ার ছেলে মুন্না আহম্মেদ সন্ত্রাসী সালু, হীরা, তমাল, শফর আলিসহ প্রায় ২১ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুলস্না মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া জানান, 'আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে হত্যাসহ তার ছেলেদের এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সন্ত্রাসী হীরা, সালুসহ ২১ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এ হত্যা মামলায় এজাহারনামীয় বাপ্পী ও জামালকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের দ্রম্নত গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।'
এর আগে ২৭ জুন দুপুরে ফতুলস্নার উত্তর কাশিপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার দুই ছেলেসহ পাঁচজন। পূর্বশত্রম্নতার জেরে সন্ত্রাসী সালু, হীরা লোকজন নিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।