শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন আবু ইউসুফ মো. আব্দুলস্নাহ

সংবাদ বিজ্ঞপ্তি
  ৩০ জুন ২০২৪, ০০:০০
আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন আবু ইউসুফ মো. আব্দুলস্নাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুলস্নাহ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল তাকে নিয়োগ প্রদান করেন। প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুলস্নাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও একজন সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা ও শিক্ষা খাতে উলেস্নখযোগ্য অবদান রাখার মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ১৯৬৬ সাল থেকে বাংলাদেশের একক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। প্রতিষ্ঠানটি দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যাংকিং, মাল্টিন্যাশনাল করপোরেশন এবং স্থানীয় ব্যবসায় অসাধারণ অগ্রগতিতে অপরিসীম অবদান রেখে চলেছে।

ড. আবু ইউসুফ মো. আব্দুলস্নাহ গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন। মার্কেটিং বিশ্বের জনক প্রফেসর ফিলিপ কটলার এবং তার সহযোগীদের সঙ্গে গত চার বছর ধরে নিয়মিত কাজ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কটলার ইমপেক্টের গেস্নাবাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়ে বাংলাদেশে আধুনিক মার্কেটিংয়ের পরিচয় করান। তিনি প্রফেসর ফিলিপ কটলারের সঙ্গে সহ-লেখক হিসেবে 'এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং' বইটি লিখেন; যা এখন পর্যন্ত ২৫টি দেশে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তার এসব কৃতিত্বের জন্য তিনি প্রফেসর ফিলিপ কটলার কর্তৃক 'কটলার ডিস্টিগুইসড প্রফেসর অব মার্কেটিং' উপাধি অর্জন করেন।

২০২৩ সালে শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ড. আবু ইউসুফ মো. আব্দুলস্নাহকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করে।

আইবিএ'র সব পর্যায়ের এলামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী সবাই প্রফেসর আব্দুলস্নাহর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এবং শিক্ষা পরিমন্ডলের উত্তরোত্তর উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে