শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

শরণখোলায় মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৪, ০০:০০
শরণখোলায় মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটের শরণখোলায় জমি দখলের অভিযোগ তুলে এক তথা কথিত মৎস্য ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ৭ বারের ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। এর প্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য শাহজাহান বাদল ও তার সহযোগীরা।

জমি দখলের ঘটনাটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে শনিবার উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'তথা কথিত মৎস্য ব্যবসায়ী আ. রহিম সামাজিকভাবে আমার ও আমাদের সহযোগীদের হেয় প্রতিপন্ন করতে গত ২৬ জুন বাগেরহাট প্রেস ক্লাবে সাংবাবিদিকদের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন। জমি দখলের ভিত্তিহীন তথ্য বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়। আমি এ ঘটনায় সুষ্ঠু সমাধানসহ প্রশাসনের সহযোগীতা কামনা করি।

এ ব্যাপারে আ. রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'একই ওয়ারিশের জমি আমি ২০১৩ সালে কিনেছি। তাদের জমি অন্য দাগে। কিন্তু তারা আমার জমি দখল করতে চায়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে