নীলফামারীতে পুষ্টিগুণ সমৃদ্ধ জিং ধান চাষ বিষয়ক কর্মশালা

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে পুষ্টিগুন সম্পন্ন জিং ধান চাষে উদ্বুদ্ধকরণ ও বাজারজাত নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানায় টিএলএমের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় জিং ধানের উৎপাদন ও বাজারজাত করণে কৃষকদের সাথে সরাসরি কথা বলেন গেস্নাবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশনের (গেইন) কনসালট্যান্ট ড. মনির হোসেন। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, অটোরাইস মিল মালিক সমিতির সভাপতি সামসুল হক, প্রেস কাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, কৃষক তারা পদ রায়, আজাহারুল ইসলাম প্রমুখ। গেইনের কনসালট্যান্ট ড. মনির হোসেন জানান, বাংলাদেশ সরকারের কৃষি গবেষণা ইনস্টিউিট পুষ্টিসমৃদ্ধ জিং ধান উৎপাদনে নতুন ধারা উম্মোচন করেছে। এতে কৃষক শতভাগ সফলতাও পেয়েছে।