শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ঘোড়াঘাটে এইচএসসি ও সমমান পরীক্ষা দেবেন ১১৩২ জন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৪, ০০:০০
ঘোড়াঘাটে এইচএসসি ও সমমান পরীক্ষা দেবেন ১১৩২ জন

দিনাজপুরের ঘোড়াঘাটে এইচএসসি সমমানের পরীক্ষায় ১১৩২ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। রোববার সকাল ১০টা থেকে উপজেলার ৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, 'চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১৩২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ঘোড়াঘাট সরকারি কলেজ কেন্দ্রে ৪১৮ জন, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৭৭ জন, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৯২ জন, ঘোড়াঘাট কারিগরি কলেজ কেন্দ্রে ১৪৫ জন ও ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ১০০ জন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে