শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগকর্মী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

ভিন্ন দাবিতে দুই জেলায় মানববন্ধন
স্বদেশ ডেস্ক
  ৩০ জুন ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন -যাযাদি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগকর্মী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও বরগুনার পাথরঘাটায় পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ারকর্মীদের চাকরি বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র আশরাফুল রহমান ওরফে ইজাজকে (২২) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আবদুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী খোকন প্রমুখ। বক্তারা হত্যা মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের দ্রম্নত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। আগামী ১৮ ঘণ্টার মধ্যে মামলার সব আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি জানান, ফিলিস্তিনে গণহত্যায় সমর্থনকারী ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ইয়ুথ ক্লাবের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইয়ুথ ক্লাবের সদস্য নাহিদ হাসান, শিক্ষার্থী নাকিব আল হাসান ও রবিউল সরদারসহ অন্যরা।

নওগাঁ ইয়ুথ ক্লাবের সদস্য নাহিদ হাসান বলেন, 'ইসরাইলে অবৈধ দখলদার জায়নিস্টদের বসতি গড়ার পেছনে ব্রিটেনের হাত ছিল। আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে চালানো হচ্ছে গণহত্যা। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৪ সাল থেকে ইসরাইলের আলোচিত আয়রন ডোমেরও উৎপাদন অংশীদার ছিল।'

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ারকর্মীদের চাকরি বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে বৃষ্টি মধ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের দায়িত্বপ্রাপ্ত ৫৯ নারী কর্মী মানববন্ধনে অংশ নেন।

পেইড পিয়ার ভলান্টিয়ারকর্মী সিক্তা রানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম কিবরিয়া পিয়ার, পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, মিরা রায়, ঝর্না রানী, জাহানারা জেমী ও সানিয়া জাহান লাকসু প্রমুখ।

ভলান্টিয়ারকর্মীরা বলেন, 'আমরা ২০১৮ সালর এপ্রিল মাসে পাথরঘাটা উপজেলায় পরিবার পরিকল্পনা কাজে পেইড পিয়ার ভলান্টিয়ারকর্মী হিসেবে ৬১ জন নারীকর্মী নিয়োগ পাই। পরে দুই কর্মী চাকরির ছেড়ে দেন। তবে আমরা ৫৯ জন কর্মী গত সাত বছর ধরে পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে পরিবার পরিকল্পনার কাজ করে আসছি। বিশেষ করে করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে মাঠে কাজ করছি সাধারণ মানুষের জন্য। দুঃখের বিষয় আমাদের চাকরিচুত্য করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে